Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে জাতিসংঘের উদ্বেগ

বর্বর হামলা সমর্থন করা যায় না : মার্কিন দূতাবাস

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

ঢাকাসহ সারাদেশে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিশু ও তরুণদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় থেকে গতকাল রোববার পাঠানো এক বার্তায় এই তথ্য জানান হয়।
এতে বলা হয়, নিরাপদ সড়ক চেয়ে মত প্রকাশ করা শিক্ষার্থীদের আইনগত অধিকার।
চলমান নিরাপদ সড়ক আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থী এবং তরুণ সমাজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ। এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী এবং তরুণ সমাজের প্রতিনিধিদের আটকের বিষয়টিও উদ্বেগের। ওই বার্তায় বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো বলেন, শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চেয়ে আন্দোলনে সহিংসতার ঘটনায় আমরা গভীর উদ্বিগ্ন। নিরাপদ সড়ক চেয়ে মত প্রকাশ করা শিক্ষার্থীদের আইনগত অধিকার। ঢাকার মতো একটি মেগা সিটিতে নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সমাধান জরুরি। ঢাকায় চলাচল করা গণপরিবহনগুলো চলাচলে নিরাপদ শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে।
বার্তায় বলা হয়, নিরাপদ সড়কসহ বিভিন্ন ইস্যুতে শিক্ষার্থী এবং তরুণ সমাজের মত প্রকাশের বিষয়টি তাদের আইনগত একটি অধিকার এবং কোনো প্রকার হুমকি ছাড়াই মত প্রকাশ করতে পারাও তাদের অধিকার। বিশ্বজুড়ে নিরাপদ সড়ক প্রতিষ্ঠা করতে জাতিসংঘ অনেক আগে থেকেই প্রচারণা চালাচ্ছে।
জাতিসংঘের পর্যবেক্ষণে দেখা গেছে, সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের তরুণ সমাজের একটি বড় অংশ প্রতি বছরই প্রাণ হারাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর ২০ হাজারেরও বেশি মানুষ প্রতি বছর প্রাণ হারাচ্ছে।
বার্তায় আরও বলা হয়, শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে নিরাপদ সড়কের দাবিতে যে কর্মসূচি চালাচ্ছে, সেখানে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা গভীর উদ্বেগের বিষয়। প্রতিবাদের ঘটনার ফলশ্রুতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। এতে শিক্ষার্থীরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
এতে বলা হয়, যেকোনো সহিংস ঘটনা এড়াতে শিক্ষার্থী এবং তরুণ সমাজসহ সকলের প্রতি জাতিসংঘ আবেদন জানাচ্ছে।
এদিকে, নিরাপদ সড়কের দাবিতে শিশু ও ছাত্রদের নেতৃত্বে আন্দোলন পুরো বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছে বলে মন্তব্য করেছে মার্কিন দূতাবাস। দূতাবাসের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
এতে বলা হয়েছে, গুটিকয়েক ব্যক্তি যেভাবে কান্ডজ্ঞানহীনের মতো সম্পদ বিনষ্ট, যেমন বাস ভাঙচুর করেছে তা ক্ষমা করার মতো নয়। তবে নিরাপদ বাংলাদেশের জন্য যে হাজার হাজার শিক্ষার্থী শান্তিপূর্ণভাবে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করছে তাদের ওপর বর্বর হামলা ও সহিংসতা কোন যুক্তিতেই সমর্থন করা যায় না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ