Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪৩ হাজার রোগীর ছানি অপারেশন করা হবে

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

প্রতিরোধযোগ্য অন্ধত্ব নিবারণের মাধ্যমে দারিদ্র হ্রাস এবং টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখার লক্ষ্যে মানুষের দোরগড়ায় চক্ষু স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে একটি প্রকল্প চালু হয়েছে। আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সাইটসেভার্স রোববার রাজধানীর স্প্রেকট্রা কনভেনশন সেন্টারে ‘স্বাস্থ্য অধিকার: দক্ষিণ এশিয়ায় চক্ষু স্বাস্থ্যসেবার প্রতিবন্ধকতা দূরীকরণ’ শীর্ষক এ প্রকল্প উদ্বোধন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাইটসেভার্সের কান্ট্রি ডিরেক্টর খন্দকার আরিফুল ইসলাম। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু মোহাম্মদ ইউসুফ, এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক ড. মোঃ হেলাল উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. এএইচএম এনায়েত হোসেন, ডিএফআইডি উপদেষ্টা সেলিমা আহমেদ, অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ এবং সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট নির্বাহী পরিচালক এএইচএম নোমান খানও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে ত্রিশোর্ধ জনসংখ্যার মধ্যে আনুমানিক ৮ লাখ ৪৮ হাজারই অন্ধ যাদের বেশিরভাগের (৭৯ দশমিক ৬ শতাংশ) অন্ধত্বের কারণ ছানি। তারা বলেন, দেশে ৬০ লাখেরও বেশি মানুষের দৃষ্টিত্রুটি দূর করা এবং প্রায় দেড় লাখ দৃষ্টি প্রতিবন্ধী মানুষের পুনর্বাসন দরকার। তিন বছর মেয়াদি এ প্রকল্পের আওতায় ৪৩ হাজার ১শ’ ৩৬জনের চোখের ছানি অপারেশন করা হবে, ৩ লাখ ১৪ হাজার ৫শ ১০ জনের দৃষ্টিত্রুটি পরীক্ষা করা হবে, ৭ লাখ ৫ হাজার ৩শ ৫০জনকে নন-সার্জিক্যাল চক্ষুচিকিৎসা দেওয়া হবে, ১ হাজার ৮শ সরকারি স্বাস্থ্যকর্মীকে চক্ষুরোগ সনাক্তকরণ প্রশিক্ষণ দেওয়া হবে এবং চক্ষুরোগের চিকিৎসা বিষয়ক ১ হাজার ৬শ ২১টি আউটরিচ কর্মসূচি আয়োজন করা হবে। যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) সহায়তাপুষ্ট এ প্রকল্প প্রাথমিকভাবে কুড়িগ্রাম, নরসিংদি, রংপুর ও সিরাজগঞ্জ জেলায় পরিচালিত হবে এবং চলবে ২০২১ সালের জুন মাস পর্যন্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছানি অপারেশন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ