প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এক তরুণীকে কেন্দ্র করে তিন ঘনিষ্ঠ বন্ধুর শত্রুতে পরিণত হবার গল্প। করণ (রাঘব জুয়াল), সেলিম (ধর্মেশ ইয়েলান্দে) আর অভিষেক (পুনিত পাঠক) তিন আশৈশব বন্ধু। বয়সে যুবক হলেও তারা এখন পর্যন্ত প্রেমে পড়েনি বা পড়ার সুযোগ পায়নি; আর পাবেই বা কিভাবে এমন কোনও যোগ্যতা নেই যো এ কোনও মেয়ে তাদের পছন্দ করবে। একজন গ্রাফিক ডিজাইনার যার কাজ হল সস্তা ফিল্মের পোস্টার তৈরি, আরেকজন দর্জির সহকারী আর শেষ জন পুরনো জিনিসপত্র বিক্রি করে। কিন্তু তারা হঠাৎ করেই মহল্লার ঘরকুনো মেয়ে শীতলের (ইশা রিখি) প্রেমে পড়ে যায় একই সঙ্গে। এরপর তেকে তারা তিন জনই মরিয়া হয়ে ওঠে শীতলের মন জয় করার জন্য। এ জন্য তারা যা করার দরকার তাইই করতে থাকে। শীতলের বাবা-মায়ের আস্থা অর্জনের চেষ্টা থেকে তাদের পরিবারের আর্থিক দুরবস্থা দূর করার চেষ্টাসহ বিপদ আপদে তার পরিবারের পাশে দাঁড়াবার জন্য তিনজন প্রতিযোগিতায় নামে। এতে তিন বন্ধুর মাঝে হালকা শত্রুতারও সৃষ্টি হয়। কিন্তু তাদের জানা নেই শীতল মনে মনে কী পরিকল্পনা করে রেখেছে। তিন বন্ধুর বাড়াবাড়ি তাদের শেষ পর্যন্ত থানায় নিয়ে যায় আর ইন্সপেক্টর কঠোর (বিজয় রাজ) তাদের কথা দেয় নবাবজাদার মত তাদের প্রতি আচরণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।