Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় মানবসৃষ্ট পানিবদ্ধতায় ৩টি গ্রামের ফসলী মাঠ তলিয়ে গেছে

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৮, ৬:৩৯ পিএম

পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের তিনটি গ্রাম কোদালিয়া,শাহপুর, বাড়ইপাড়া পানি নিষ্কাশনের একমাত্র খাল প্রভাবশালীদের দখলে থাকায় পানিবদ্ধতার সৃষ্টি হয়ে তলিয়ে গেছে চলাচলের রাস্তা-ঘাট এবং ফসলী জমি। বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন সড়কটি পানিতে চলিয়ে গেছে। এই রাস্তায় মানবসৃষ্ট পানিবদ্ধতার কারণে এখন হাঁটু সমান পানি। মানুষজনের চলাচলে চরম দুর্ভোগ হচ্ছে।এ ব্যতিরেকেও প্রায় 

২শতাধিক একর ফসলী জমি পানিতে চলিয়ে গেছে। সদ্য রোপন করা আমন ধানের মাঠ এখন পানির নিচে। শাক সবজীর ক্ষেতেও ডুবে গেছে। এতে করে কৃষকরা ক্ষতির সম্মুখীন পড়েছেন। এলাকাবাসীর অভিযোগ এই অঞ্চলের একটি প্রভাবশালী মহল পানি নিষ্কাশনের একমাত্র খাল যেটি চিকনাই নদীর শাখা থেকে উৎপত্তি সেই খালটি কোদালিয়া নামক স্থানে দখল করে নিজেদের জমি দাবী করে পুকুর খনন করে পাড় বেঁধে পানি চলাচলে বিঘিœত করায় পানিবদ্ধতা সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি খালটি নদী থেকে আসা এবং সরকারি খাস জমি। এতে কোন ব্যক্তির স্বত্ব থাকার কথা নয়।
তারা বলেন, দখলদাররা প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ কিছু বলে না। একাধিকবার ইউপি চেয়ারম্যানকে জানিয়ে এই সমস্যার সমাধান হয়নি। এই সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
এ ব্যাপারে পাবনা সদর উপজেলা ইউএনও মো. জয়নাল আবেদীন বলেন, তিনি এমন কোন অভিযোগ পাননি। তবে অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

New layer...


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাবনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ