পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ধানমন্ডি আওয়ামী লীগ কার্যালয়ে হামলার সঙ্গে বিএনপি এবং দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জড়িত বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘গত দুদিনে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যাকলয়ে হামলায় প্রতীয়মাণ হয়, এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার দল (বিএনপি) জড়িত। কারণ মির্জা ফখরুলের বক্তব্যের পর এ হামলা হয়েছে।’
রোববার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
মির্জা ফখরুলকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি আমীর খসরু মাহমুদ চৌধুরীর ফোনালাপে সমর্থন দিয়ে প্রমাণ করলেন, একটি অনরাজনৈতিক আন্দোলনে আপনারা জড়িত। আপনাদের ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে। আপনাদের থলের বিড়াল মিউ করে বেরিয়ে গেছে।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি ও তার দলের দোসররা এই ছাত্র-ছাত্রীদের অরাজনৈতিক আন্দোলনের উপর ভর করে সরকার হটানোর ষড়যন্ত্র করছে। গতকাল ও আজকের হামলার পর এটা প্রমাণিত যে, মির্জা ফখরুল ও তার দল এ হামলায় জড়িত।’
তিনি বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের সতর্ক ও সংযত থাকার নির্দেশ দিয়েছেন।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।