Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে উত্তাল জাহাঙ্গীরনগর

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৮, ৬:২৪ পিএম

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর রাজধানীর জিগাতলায় পুলিশ ও আওয়ামীলীগ অফিসের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। গতকাল রবিবার হামলার প্রতিবাদে সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালন করেছে শিক্ষার্থীরা। দিনের শুরুতে ধর্মঘটের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ ডিপোতে অবস্থান নেয় শিক্ষার্থীরা। সেখান থেকে ঢাকার উদ্দ্যেশ্যে কোন বাস ছেড়ে যায়নি। পরে বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে জড়ো হয় কয়েকহাজার শিক্ষার্থীরা। সেখান শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা এসে শিক্ষার্থীদের অবস্থা দেখে ফিরে যায়। পরে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি পুরো ক্যাম্পাস পদক্ষিণ করে মীর মশাররফ হোসেন হলের সামনে দিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে যায়। ঢাকা-আরিচা মহাসড়ক স্লোগানে স্লোগনে মুখরিত করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে আবারও শহীদ মিনারের পাদদেশে এসে মিলিত হয়। সেখানে জাবি সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম পাপ্পু বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘সরকাররের সন্ত্রাসী বাহিনী শিক্ষার্থীদের উপর যে ন্যাক্কারজনক হামলা করেছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।’ তারপর সকল শিক্ষার্থী সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গিত পরিবশনের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল শেষ করা হয়। এদিকে সন্ধা ৭টায় ক্যাম্পাসে একই দাবিতে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। এর আগে শনিবার হামলার পর পরই শিক্ষার্থীরা ক্যাম্পাসে এক বিশাল বিক্ষোভ মিছিল করে। ওই মিছিল থেকেই রবিবার ছাত্র ধর্মঘটের ডাক দেয়। এই ধর্মঘটের কারণে প্রায় সবগুলো বিভাগেরই ক্লাস পরীক্ষা বন্ধ ছিল। পূর্ব নির্ধারিত ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়নি- সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যায়ন বিভাগের ৪২তম ব্যাচের, অর্থনীতি বিভাগের ৪৩তম ব্যাচের, রসায়ন বিভাগের ৪২তম ব্যাচের, ইংরেজী বিভাগের ৪৩তম ব্যাচের, চারুকলা বিভাগের ৪২তম ব্যাচের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষার্থীদের উপর হামলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ