Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

পাবনায় ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ১

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৮, ৫:৫৮ পিএম

পাবনায় ছুরিকাঘাতে এক যুবক মনিরুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় তার পিতা আজাহারুল ইসলাম আহত হন। শনিবার দিবাগত রাত ১১টার দিকে দোগাছি ইউনিয়নের তাঁত সমৃদ্ধ এলাকা কুলনিয়ায় এই ঘটনা ঘটে।পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, জমি জমা নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে। প্রতিবেশী সাবেক মেম্বার রবিউল ইসলাম এবং আজাহারুল ইসলামের মধ্যে এ নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার দিবাগত রাত ১১টার দিকে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মনিরুলকে ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয় । তাকে বাঁচাতে পিতা আজহারুল ইসলাম এগিয়ে গেলে তিনিও আহত। আহত দুইজনকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মনিরুলকে মৃত ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাবনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ