Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

শিক্ষার্থীদের উপর হামলা ২৫ জন আহত

বিবিসি | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৮, ১:২৫ এএম | আপডেট : ১:২৯ এএম, ৫ আগস্ট, ২০১৮

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের নজিরবিহীন বিক্ষোভের সপ্তম দিনে গতকাল শনিবার রাজধানীতে সংঘর্ষে প্রায় ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছে। হাজার হাজার শিক্ষার্থী গতকাল শনিবার রাজধানীর সড়কগুলোতে নেমে আসে। তাদের আনেকেই স্কুল ইউনিফরম পরিহিত ছিল। তারা যানবাহন থামায় এবং গাড়ি ও চালকদের কাগজপত্র পরীক্ষা করে। কর্তৃপক্ষ বলে, একদল তরুণ শিক্ষার্থীদের উপর হামলা চালায়। তাদের পরিচয় জানা যায়নি। পুলিশ জনতাকে নিয়ন্ত্রণ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। গত রোববার একটি চলন্ত বাসের চাপায় এক ছাত্র ও ছাত্রী নিহত হওয়ার পর শিক্ষার্থীরা উন্নত সড়ক নিরাপত্তার দাবি জানাচ্ছে। সরকার শিক্ষার্থীদের তাদের শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার আহবান জানিয়েছে। অন্যদিকে সম্প্রতি পরিবহন শ্রমিকরা পরিবহন ধর্মঘট শুরু করেছে। যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
সরকারের একজন মন্ত্রী এর আগে শিক্ষার্থীদের সম্পর্কে বিরূপ মন্তব্য করলে পুনরায় ক্ষোভ সৃষ্টি হয়। পরে তিনি ক্ষমা চান । স্থানীয় সাংবাদিকরা বিবিসিকে বলেন, তারাও সরকারপন্থী ছাত্রদের হামলার শিকার হন। তারা বলেন, তাদের ক্যামেরা ভাংচুর করা হয়। রাস্তায় যৌন হামলার খবরের মধ্যে একজন মহিলা রিপোর্টার সামাজিক মাধ্যমে অভিযোগ করেন যে তিসি সংঘর্ষের ছবি তোলার চেষ্টাকালে যৌন নিগ্রহের শিকার হন।
বিক্ষোভকারী আল মিরন বার্তা সংস্থা এএপপিকে বলেন, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না। আমরা নিরাপদ সড়ক ও নিরাপদ চালক চাই। ‘আমরা ন্যায় বিচার চাই’ স্লোগান উচ্চারণ করে শিক্ষার্থীরা ট্রাফিক আইনের কঠোর বাস্তবায়নের আহবান জানাচ্ছে। তারা রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলো উপর্যুপরি সপ্তম দিন অবরোধ করে রাখে। ঢাকার রাস্তাগুলোতে ১৩ বছরের কোমলমতি শিক্ষার্থীদের চালকদের বৈধ লাইসেন্স পরীক্ষা করতে দেখা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ