Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নরসিংদীতে লেগুনাচাপায় কলেজছাত্র নিহত

নরসিংদী থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৮, ২:০৩ পিএম

নরসিংদীর রায়পুরায় লেগুনাচাপায় আবদুল্লাহ (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন পাঁচজন।

শনিাবার সকাল ১০টার দিকে উপজেলার নীলকুঠি এলাকায় এ দুঘটনা ঘটে। দুঘটনার পরপরই উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

নিহত আবদুল্লাহ (১৭) ভৈরব হাজি আসমত আলী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি রায়পুরা উপজেলার ঝারতলা গ্রামে। জানা যায়, সকালে যাত্রীবাহী লেগুনাটি ভৈরব যাচ্ছিল। নরসিংদী ও ভৈরবের সিমান্ত এলাকা নরায়ণপুরের নীলকুটি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় লেগুনাচাপায় গুরুতর আহত হয় কলেজছাত্র আবদুল্লাহসহ ৬ জন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ভৈরব হাসপাতালে ভর্তি করে। পরে আবদুল্লাহর অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানাস্তর করা হয়। সেখানেই নেয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে দুঘটনার পরপরই উত্তেজিত জনতা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে যানবাহন ভাংচুরের চেষ্টা চালায়। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রায়পুরা থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, আবদুল্লাহ ভৈবর কলেজে যাচ্ছিল। পথে দুর্ঘটনায় তার মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত গাড়ি ও চালককে আটক করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কলেজছাত্র নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ