Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার অনুরোধ সাকিবের

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৮, ১২:২৯ এএম

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার অনুরোধ করেছেন সাকিব আল হাসান। রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের ধাক্কায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আর সবার মতো তিনিও মর্মাহত। ওই দুর্ঘটনাকে কেন্দ্র করে ‘নিরাপদ সড়ক’ নিশ্চিতে শিক্ষার্থীদের আন্দোলনে তিনি গর্বিতও। তবে রাজপথ থেকে সরে তাদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার অনুরোধ করেছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। 

টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন ফ্লোরিডায়। বিশ ওভারের সিরিজের প্রথম ম্যাচ হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ক্যারিবিয়ান অঞ্চল ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছে বাংলাদেশ দল। ব্যস্ত সময় পার করলেও দুই শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে রাজপথে নামা ছাত্র-ছাত্রীদের আন্দোলনের খোঁজ-খবর নিয়মিত রাখছেন সাকিব। শিক্ষার্থীদের অনুরোধ করেছেন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় দেওয়া পোস্টের শুরুটা করেছেন সাকিব এভাবে, ‘আমি এখন ফ্লোরিডায় আছি। শুক্রবার এক গুরুত্বপ‚র্ণ মুহ‚র্তে আমার তরুণ ফ্যানদের উদ্দেশ্যে কিছু বলতে চাই।’
এরপর লিখেছেন, ‘গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই শিক্ষার্থী দিয়া ও আব্দুল করিম নিহত হওয়ার ঘটনায় আমি প্রচÐ মর্মাহত ছিলাম।
কিন্তু যখন দেখলাম তাদের সহপাঠী থেকে শুরু করে সারাদেশের ছাত্র-ছাত্রীরা দোষীদের শাস্তি দাবি ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করেছে, তখন গর্ববোধ করেছি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে। দেশে থাকলে আমিই তোমাদের অটোগ্রাফ নেওয়ার জন্য চলে আসতাম।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনুরোধ সাকিবের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ