Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোন উস্কানির ফাঁদে পা দিও না

শিক্ষার্থীদের প্রতি ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

কোন উস্কানির ফাঁদে পা না দেয়ার জন্য কোমলমতি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
তিনি বলেন, সরকার শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছে। সড়কের শৃংখলা ফিরিয়ে আনতে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেন তিনি। একইসাথে শিক্ষার্থীদের রাজপথ থেকে ঘরে ও নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে নেয়ারও অনুরোধ জানান তিনি। গতকাল সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে দলের সম্পাদকমন্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের এক যৌথ সভা শেষে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীরা যে অশ্লীল ভাষায় যেভাবে সরকারের বিরুদ্ধে স্লোগান দেয় তা শোভনীয় নয়। কোন অশুভ মহল হয়তো তাদের ওপর ভর করছে। কোথা থেকে খাবার এসেছে, কারা খাবার সরবরাহ করছে তা আমাদের জানা আছে।
তিনি বলেন, আমরা একটু উদ্বিগ্ন, আমরা বিচলিত। শিক্ষার্থীদের আন্দোলনের জন্য নয়। আজকে নিরাপদ সড়ক আন্দোলনে অনুপ্রবেশ করে বিএনপি ও তার সাম্প্রদায়িক দোসররা সরকার হটানোর নিরাপদ সড়ক খুঁজছে। তারা ৯ বছরের ৯ মিনিটও রাস্তায় বিক্ষোভ করতে পারেনি। কোটা আন্দোলনে ভর করে ব্যর্থ হয়েছে। এবার তাদের দোসররা সোয়ার হয়েছে কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ সড়ক দাবির আন্দোলনে। তার লক্ষণ ও উপসর্গ আমরা গত ৫ দিন ধরে লক্ষ করছি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলীয় নেতা-কর্মীদের ধৈর্য ধারণ এবং সতর্কতার সাথে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানিয়ে বলেন, কোন বিশৃঙ্খল পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় এবং জনগণের যাতে কষ্ট না হয়, তার জন্য সরকার শিক্ষার্থীদের সব দাবি ইতোমধ্যে মেনে নিয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে শিক্ষার্থীদের দাবিগুলোর বিষয়ে মনিটরিং করছেন এবং আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে পরিবহন খাতে শৃঙ্খলা আনতে নতুন আইনের খসড়া চূড়ান্ত করে আগামী সংসদ অধিবেশনে তা পাস করার জন্য উত্থাপন করা হবে।
ওবায়দুর কাদের বলেন, শিক্ষার্থীদের ৯ দফা যৌক্তিক দাবি ইতোমধ্যে মেনে নেয়া হয়েছে। তাই সকলকে সতর্কতার সাথে পরিস্থিতি অনুধাবন করতে হবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি সাধারণ মানুষের যাতে ভোগান্তি না হয় সে জন্যে পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, রাস্তায় গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের কারণে যানবাহন চলাচল বন্ধ থাকায় জনগণের দুর্ভোগের সৃষ্টি হয়েছে। আশা করি শিগগিরই এই দুর্ভোগের অবসান হবে। আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানকে সামনে রেখে কেউ যাতে চাঁদাবাজি না করতে পারে তার জন্য সকল নেতাকর্মীদের প্রতি সজাগ ও সতর্ক থাকার অনুরোধ জানান মন্ত্রী।
এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি ও জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগ নেতা আফম বাহাউদ্দিন নাসিম, ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকনসহ ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ