Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ থেকে নতুন ধারাবাহিক ‘নয় ছয়’

প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : আজ ১৯ এপ্রিল থেকে মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘নয় ছয়’। প্রতি সোম ও মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে নাটকটি। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, সাজু খাদেম, আরফান, অ্যালেন শুভ্র, ইরফান সাজ্জাদ, তানজিকা, ঈশিকা খান, তাসনুভা তিশা, মুকিত জাকারিয়া, নাদিয়া নদীসহ আরও অনেকে। গল্পে দেখা যাবে, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আমিরুল হক চৌধুরীর বাড়ির নম্বর ৯৬। মানে নয় ছয়। এই বাড়ির ছেলে সাজু খাদেম, আরফান, ইরফান সাজ্জাদ আর একমাত্র মেয়ে ঈশিকা। ছেলেমেয়েরা তার মতো আদর্শবান হবেন বলে প্রত্যাশা বাবার। বড় ছেলে সাজু সাদা-সিধে। অফিস আর বাসা ছাড়া তার আর কোনো জগত নেই। মেজ ছেলে আরফান চাপাবাজ। সারাদিন ঘুরে বেড়ায় আর কোটি টাকার গল্প ছাড়া তার মুখে কোনো কথা নেই। ছোট ছেলে ভার্সিটি পড়–য়া ইরফান চটপটে, আড্ডাবাজ। অন্যদিকে ভাড়াটিয়া অ্যালেন শুভ্র, জোভান ও শাওন একই ইউনিভার্সিটিতে পড়ে। তিনজন একইরকম জামা পছন্দ করে, একই মেয়েকে পছন্দ করে। ৯৬ নম্বর বাড়ির মানুষদের বিচিত্র কর্মকাÐ আর ঘটনাকে ঘিরেই এগিয়ে যায় নাটকটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আজ থেকে নতুন ধারাবাহিক ‘নয় ছয়’
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ