Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিমকে দেখার আগ্রহ ট্রাম্পের

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কোরীয় যুদ্ধে নিহত মার্কিন সেনাদের দেহাবশেষ ফিরিয়ে দিয়ে কথা রেখেছেন উত্তর কোরীয় নেতা কিং জং উন। এজন্য কিমকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তার সঙ্গে আবার শিগগিরই দেখা করার আগ্রহও প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এক টুইটার বার্তায় কিমকে নিয়ে নিজের এই অবস্থানের কথা জানান ট্রাম্প। বৃহস্পতিবার এক টুইট বার্তায় ট্রাম্প লেখেন, “কোরীয় যুদ্ধে নিহত মার্কিন সেনাদের দেহাবশেষ ফেরত পাঠানো শুরু করার মধ্য দিয়ে আমাকে দেওয়া কথা রাখার জন্য চেয়ারম্যান কিম জং-উনকে ধন্যবাদ। আপনার এই ধরনের উদ্যোগে আমি মোটেও বিস্মিত নই। আমাকে স্ন্দুর একটি চিঠি পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ। শিগগিরই আপনাকে দেখার অপেক্ষায় আছি।” ট্রাম্প উত্তর কোরিয়ার নেতাকে ধন্যবাদ জানানোর কয়েক ঘণ্টা আগেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স হাওয়াইয়ে এক অনুষ্ঠানে অংশ নিয়ে সেনাদের দেহাবশেষগুলোর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। টুইটে সেই অনুষ্ঠানেরও প্রশংসার পর অন্য এক টুইটে কিমকে ধন্যবাদ জানান ট্রাম্প। কিম জুলাইয়ের মাঝামাঝি ট্রাম্পকে একটি চিঠি পাঠিয়েছিলেন। চিঠিতে তিনি ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় আরেকটি বৈঠক করার আশা প্রকাশ করেন। বৃহস্পতিবারের টুইটে ট্রাম্প ‘সুন্দর চিঠি’র যে কথা উল্লেখ করেছেন তা সেই চিঠিটিই কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। রয়টার্স, এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ