Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হেঁটেই গেলেন মন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

লাইন্সেস ছাড়া গাড়ী শুধু পরিবহন শ্রমিকরাই নয়; মন্ত্রী, এমপি, প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তা এবং পুলিশের গাড়ীও চলাচল করার চিত্র উঠে এসেছে ছাত্র বিক্ষোভে। রাজধানীতে শিক্ষার্থীরা বাস-প্রাইভেটকার ও মোটসাইকেলের লাইন্সেস চেক করার করার সময় এ চিত্র উঠে আসে। এমপিদের পাশাপাশি মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মূখ্য সচিবের গাড়িও লাইসেন্স না থাকায় আটকের ঘটনা ঘটে। ছাত্রদের বাধার মুখে মন্ত্রীকে পায়ে হেটে রওয়ানা দিতে দেখা যায়। গতকাল রাজধানীর বিভিন্ন স্পট ঘুরে এ চিত্র দেখা যায়।
শাহবাগ মোড়ে প্রাইভেটকার, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানের লাইসেন্স পরীক্ষা করে। এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবর রহমানের গাড়ি আটকে দেয়। তখন মুখ্য সচিব গাড়িতে ছিলেন না। শিক্ষার্থীরা গাড়ি আটকে চালকের লাইসেন্স দেখতে চায়। লাইসেন্সটি মেয়াদোত্তীর্ণ। এরপর সেখানে কর্তব্যরত সার্জেন্ট জাফর ইমাম লাইসেন্স নবায়ন না করায় একটি মামলা করেন। সংসদ ভবনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক ছিল। কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমানের ড্রাইভারের কাগজপত্র ছিল না। আসাদগেটে তার গাড়ি আটকে দেয় শিক্ষার্থীরা। পরে বাধ্য হয়ে মন্ত্রী গাড়ি রেখে হেঁটে সংসদে প্রবেশ করেন। এই কমিটির সভাপতি লালমনিরহাট-১আসনের এমপি মোতাহার হোসেনের গাড়ির সব কিছু ঠিক থাকায় তার গাড়ি ছেড়ে দেয়া হয়। তবে কমিটির ১০ জন সদস্যের মধ্যে পটুয়াখালী-৩ আসনের এমপি আ খ ম জাহাঙ্গীর হোসাইনসহ আর কেউ সংসদে প্রবেশ করতে পারেননি। বাধ্য হয়েই কমিটির বৈঠক বাতিল করা হয়। জানতে চাইলে কমিটির সভাপতি মোতাহার হোসেন সাংবাদিকদের বলেন, অনেকে বৈঠকে উপস্থিত হতে পারেননি। তাই বৈঠক বাতিল করা হয়েছে। আগামী বৈঠকে শিক্ষার্থীদের আন্দোলন নিয়েও আলোচনা হবে।
সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরার গাড়ির কাগজপত্র চেক করে ওই গাড়ি সংসদে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়। রেজাউল করিম হীরা পরে সাংবাদিকদের বলেন, বিষয়টি ভালো। তবে বাড়াবাড়ি পর্যায়ে না গেলেই হয়। তবে লাইসেন্স না থাকায় পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে গাড়ি থেকে নামিয়ে দেন ছাত্ররা। ধামমন্ত্রি ১৫ নম্বরের ইবনে সিনার সামনে আনোয়ার হোসেন মঞ্জুর গাড়ি আটক করা হয়। গাড়ির চালক কোনো লাইসেন্স দেখাতে পারেনি। এ সময় পুলিশ শিক্ষার্থীদের নিবৃত্ত করার চেষ্টা করলে শিক্ষার্থীরা বলেন, আমরা মন্ত্রীর কাছে জানতে চাই, স্যার অ্যালাউ করল ক্যান? যে চালকের লাইসেন্স নেই, তাকে কেন গাড়ি চালাতে অনুমতি দিয়েছেন? এরপর মন্ত্রী সাদা রঙের গাড়িটি থেকে নেমে যান। মন্ত্রী গাড়ি থেকে বের হয়ে হাঁটা শুরু করলে শিক্ষার্থীরা একসঙ্গে শ্লোগান দিয়ে ওঠেন, ‘উই ওয়ান্ট জাস্টিস, ইউ ওয়ান্ট জাস্টিস’। সংসদে এক মন্ত্রীর সঙ্গে দেখা করতে এসে ফেঁসে যান ঝিনাইদহের পৌর মেয়র সাইদুল কবির মিন্টু। তার গাড়ির (ঢাকা মেট্রো-ঠ, ১৬-০০৭৭)। তার ড্রাইভারের লাইসেন্স নেই, ছিল না প্রয়োজনীয় কাগজপত্রও। এজন্য তাকেও আটকে রাখা হয়।
রাজধানীর দনিয়ায় শিক্ষার্থীদের অবরোধের মুখে পড়েন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ। এক পর্যায়ে গাড়ি থেকে নেমে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে গিয়ে পুলিশি নিরাপত্তায় অবস্থান নেন তিনি। শনিরআখড়া-দনিয়া এলাকায় অবস্থান নেয়া ছাত্ররা দুপুরে ওই পথ দিয়ে যাওয়ার সময় পঙ্কজ দেবনাথের গাড়ির লাইসেন্স দেখতে চায়। এসময় তিনি ‘লাইসেন্স আপডেট, যথাযথ আছে’ বলে শিক্ষার্থীদের জানান। কিন্তু ছাত্রদের লাইসেন্স দেখাতে পারেননি। এছাড়াও পুলিশ, বিজিবিসহ বিভিন্ন সরকারী কর্মকর্তার গাড়ির ড্রাইভারের লাইসেন্স না থাকায় তাদের গাড়ি আটকের ঘটনা ঘটে।



 

Show all comments
  • Azam Mollah ৩ আগস্ট, ২০১৮, ৩:১৫ এএম says : 1
    ভাবতে অবাক লাগে, আমার এই দেশে, উর্ধ্বতন কর্তৃপক্ষে বেশির ভাগ গাড়ির ও ড্রাইবারের লাইসেন্স নাই। যা কল্পনার বাহিরে।
    Total Reply(0) Reply
  • উর্বশী ৩ আগস্ট, ২০১৮, ৩:২৫ এএম says : 0
    এটা এই দেশের জন্য একটা বিরল ঘটনা
    Total Reply(0) Reply
  • এম ডি রাফিউল ইসলাম ৩ আগস্ট, ২০১৮, ৩:২৫ এএম says : 0
    এগিয়ে যাও, তোমরাই পারবে
    Total Reply(0) Reply
  • পাবন রহমান ৩ আগস্ট, ২০১৮, ৩:২৫ এএম says : 0
    আইন সবার জন্য সমান
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ৩ আগস্ট, ২০১৮, ৬:৫১ এএম says : 0
    সংবাদটা পড়ে ভালই লাগলো। দেশের কর্ণধার গণ যখন বেআইনি ভাবে চলাচল করে তখন জনগণ করবে এটাই স্বাভাবিক নয় কি?? এখন এসব মন্ত্রী, সাংসদ, মেয়র সহ সরকারি আমলারা ছেলেদের সুষ্টভাবে করা আন্দোলনে যদি শিক্ষা গ্রহন করে তাহলে আমি নিশ্চিত দেশে আইন ফিরে আসবে। সড়ক নিয়ন্ত্রনের মত করে যেদিন দেশের উকিল ও সাংবাদিকদেরকে এভাবে আইনের মুখোমুখি বা তাদের ভুলের সম্মুখীন করা যাবে সেদিন থেকে আমাদের করা এই দেশ প্রকৃতই স্বাধীন হবে এটা আমি নিশ্চিত। আল্লাহ্‌ যেভাবে ’৭১ আমাদেরকে সহযোগিতা করে দেশকে স্বাধীন করেছিলেন সেই দেশ যেভাবে তিনি করাকে অনুমোদন দিয়েছিলেন সেইভাবেই তিনি আমাদের দেশকে দাড়করাবেন এটাই আমার প্রার্থনা মহান আল্লাহ্‌ তালার কাছে। আমীন
    Total Reply(0) Reply
  • Shaheen ৩ আগস্ট, ২০১৮, ৮:১২ এএম says : 0
    আমি একজন ছাত্র। আমার মনে খুব কষ্ট লাগে যারা দেশের নিরাপত্তার জন্য আইন তৈরি করে তারাই সেই আইন মেনে চলেনা। এটা আমাদের জন্য খুবই লজ্জার ও পরিতাপের বিষয়। আমাদের দেশের মন্রী-এমপিরা সব কিছুেতই রহস্যের গন্ধ পান!
    Total Reply(0) Reply
  • ৩ আগস্ট, ২০১৮, ১১:০৭ এএম says : 0
    ভাবতেও অবাক লাগে,,,যে দেশে ৮০% সরকারি উচ্চপদস্ত কর্মকর্তাদের ই লিগ্যাল কাগজ পত্র নেই,,,তাদের জন্য কোনো আইন ও নেই,,,যত আইন সব ওই খেটে খাওয়া মানুষদের জন্য,,,সিএনজি,, টমটম,,,এসব চালকদের জন্য,,,
    Total Reply(0) Reply
  • ৩ আগস্ট, ২০১৮, ৪:০৯ পিএম says : 0
    এরা দেশ পরিচালনা করে কিবাবে?
    Total Reply(0) Reply
  • মোঃ নুরুল ইসলাম ৩ আগস্ট, ২০১৮, ৮:৪২ পিএম says : 0
    আমরা শক্তি আমরা বল আমরা শিক্ষার্থী সকল|||||সাব্বাস!ইদানিং বর্তমান প্রজন্ম তোমরা যা করে দেখালে শুধু যে অবাক হইছি তা নহে তয় আশ্চর্য্য বিস্ময় লাগছে,যে সব মন্ত্রী এমপি ও সংসদ সদস্যদের আসল পরিচয় ফাঁস করলে সাথে অন্যান্য পর্যায়ের সরকারী দায়িত্বপ্রাপ্তদের তারা তবুও বীরদর্পে অগ্রসর হলে নিত্য কাজ সমাধাণ করার উদ্দেশ্য অথচ কেহ সাথে সাথে নিজেদের ব্যর্থতা স্বীকার করে পদত্যাগও করল না|অতঃপর মনে হচ্ছে না এবারও যথাতথা সঠিক নিয়ম কানুন সড়ক যোগাযোগ ব্যবস্থাতে সঠিক ভাবে প্রতিষ্ঠা পাবে,
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ