Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুন:নির্বাচন দাবিতে বরিশালে বিএনপির প্রতিবাদ সমাবেশ

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

বরিশাল ও রাজশাহী সিটি কর্পোরেশনে প্রহসনের নির্বাচন, ভোট ডাকাতি আর জাল ভোটের এ নির্বাচন বাতিল সহ পুন:নির্বাচন দাবীতে বরিশাল মহানগর ও জেলা বিএনপি দলীয় কার্যলয়ে প্রতিবাদ সমাবেশ করেছে । গত ৩০ জুলাই বরিশাল সিটি করপোরেশনের বিতর্কিত নির্বাচনে মেয়র পদে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সারোয়ার মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লার কাছে পরাজিত হন।
গতকালের প্রতিবাদ সমাবেশের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ, জেলা বিএনপি সভাপতি এবায়দুল হক চাঁন, সাধারন সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহিন, মহানগর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, সহ-সভাপতি এ্যাড. আকতার হোসেন মেবুল, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন। প্রতিবাদ সমাবেশ শুরুর আগে এবায়দুল হক চানকে সভাপতি করার কথা থাকলেও পরে মহানগর সভাপতি মুজিবর রহমান সরোয়ারের নাম ঘোষনা করায় চাঁন সমাবেশস্থল ত্যাগ করে অনতি দুরে দাঁড়িয়ে থাকেন। গতকালের প্রতিবাদ সমাবেশ কেন্দ্র করে বিএনপি অফিস ও সন্নিহিত এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। এর আগে গত বুধবার বিএনপি অফিস সংলগ্ন সদর রোডে মানববন্ধন করতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় সারোয়ার ও দলীয় নেতা-কর্মীরা রাস্তায় বসে পড়লে পুলিশ লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিবাদ সমাবেশ

২ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ