বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝালকাঠির রাজাপুর উপজেলার পূর্ব ফুলহার এলাকায় রাজাপুর ভান্ডারয়িা ভাড়ানী ফুলহার নদীতে আনুমানকি ৫মন ওজনরে মরা একটি ডলফনি মাছ এলাকাবাসী ভাসতে দেখে। প্রায় সাড়ে ৭ফুট দৈর্ঘ্য ও ৫ মন( প্রায় ) দুই কুইন্টাল ওজনরে ডলফনি বৃহস্পতবিার আনুমানকি সকালে সোয়া নয়টায় পূর্ব ফুলহার এলাকার চচাড়াখালী নদী নামক নদীতে দেখতে পায় স্থানীয় হারুন দর্জির পুত্র মো: রাসলে। মাছটির পেট ফাটা ও শরীরে ক্ষত রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। মাছটি দেখার জন্য উৎসুক আম জনতা ভিড় করে। এলাকার লোকজন মানুষ ছুটে আসে মাছটিকে এক নজর দখোর আশায়। এর পরে ডলফনি মাছটি বেলা ২ টায় ভাসতে ভাসতে ফুলহার প্রাইমারী স্কুলরে সামনে ভাসতে দেখে।
স্থানীয় রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: মশিউর রহমান গাজী বলনে, বিশাল আকৃতির একটি ডলফনি মাছ মরা প্রায় পাঁচ হাত লম্বা ওজন আনুমানকি ৫ মন হবে এরকম একটি ডলফনি মাছ বাড়ির সামনে চাড়াখালী নদীতে ভাসতে দেখেছেন। ভাসতে ভাসতে ভান্ডারয়িা নদীর দিকে ভসতে দিকে গেছে বলে নিশ্চিত করছেনে। এ সময় এলাকাবাসী নদীর দুই পাড়ে দখোর জন্য ভিড় জমায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভাসতে দেখা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।