Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদে যোগাযোগ বিপর্যয়ের শঙ্কা

কুমিল্লায় হাজার কি.মি. সড়ক চলাচল অনুপযোগী

কুমিল্লা থেকে সাদিক মামুন | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

কোথাও পিস ওঠে গেছে। কোথাও আবার খানাখন্দ বা বড় বড় গর্ত। এবারে বর্ষা মৌসুম শুরুর পর থেকেই কুমিল্লার এক হাজার কিলোমিটারের বেশি সড়ক যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন যানবাহন বিকলসহ ছোট-বড় দুর্ঘটনা ঘটছে এসব খানাখন্দের সড়কে। কুমিল্লার সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) আওতাধীন ক্ষতিগ্রস্তÍ সড়কগুলো শিগগিরই সংস্কারের ব্যবস্থা না নিলে আসছে কোরবানির ঈদে সড়ক যোগাযোগে বিপর্যয় নেমে আসতে পারে বলে আশঙ্কা করছেন এসব পথের যাত্রী ও যানবাহন চালকেরা।
কুমিল্লার ১৭ উপজেলায় সড়ক ও জনপথ বিভাগ, এলজিইডি, সিটি করপোরেশন, জেলা পরিষদ ও বিভিন্ন পৌর এলাকার আওতাধীন এক হাজার কিলোমিটারের বেশি সড়কের বেহাল দশা জনদুর্ভোগ সৃষ্টি করেছে। কুমিল্লায় সওজ বিভাগের আওতাধীন কুমিল্লা-নোয়াখালী, কুমিল্লা-চাঁদপুর, কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক মহাসড়ক এবং কুমিল্লা চাপাপুর-কোটবাড়ি এবং নিমসার-বরুড়া সড়ক, বিজরা বাজার-কাশিনগর সড়ক, বরুড়া বাজার সড়ক, ঝলম বাজার-চান্দিনা সড়ক, পিপুলিয়া-ললবাড়িয়া সড়ক, নলুয়া-চÐিমুড়া-মগবাড়ি সড়ক, চাঙ্গিনী-জাঙ্গালিয়া সড়ক, নবীপুর-শ্রীকাইল-রামচন্দ্রপুর সড়ক, নিমসার-কংশনগর-বুড়িচং সড়ক, ক্যান্টনমেন্ট-বরুড়া সড়ক এবং লালমাই-বরুড়া, ঝলম-আড্ডা জগতপুর সড়কের প্রায় ২৫১ কিলোমিটার সড়কের পিচ উঠে গিয়ে বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব সড়কে যাতায়াতে একদিকে বেশি সময় লাগছে, অন্যদিকে গর্তে পড়ে যানবাহন বিকল হচ্ছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এই সব সড়কগুলোর সংস্কার ও উন্নয়ন কাজের পরিকল্পনা হাতে নিয়েছেন। এদিকে এবারের বর্ষা বন্যায় কুমিল্লায় এলজিইডির প্রায় পৌনে ৬ শ’ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়। এসব সড়কের মধ্যে জেলার সদর উপজেলা, ব্রাহ্মণপাড়া, বরুড়া, দেবিদ্বার, দাউদকান্দি, হোমনা, মেঘনা, মুরাদনগর, দক্ষিণাঞ্চলের লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট এবং চৌদ্দগ্রামের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সড়ক রয়েছে।
কুমিল্লায় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার বলেন, লাকসাম-নোয়াখালী সড়কের চার লেন, কুমিল্লা-চাঁদপুর, কুমিল্লা- ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা নগরীর চাপাপুর থেকে কোটবাড়ি হয়ে বরুড়া পর্যন্ত সড়কগুলোর উন্নয়ন কাজ খুব শিগগিরই শুরু হবে। এ ছাড়া সওজের আওতাধীন ক্ষতিগ্রস্ত ২৫১ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ করা হবে। ঈদের আগেই সড়কগুলোর সংস্কার ও মেরামত কাজ শেষ করার েেচষ্টা থাকবে।
এলজিইডি কুমিল্লার সহকারী প্রকৌশলী সুমন তালুকদার বলেন, প্রায় পৌনে ৬ শ’ কিলোমিটার সড়কের সংস্কারে ১৬৪ কোটি টাকা প্রয়োজন। কিন্তু সংস্কার বাজেটে বরাদ্দ দেয়া হয়েছে মাত্র ৬৪ কোটি টাকা। ফলে একসাথে সবকটি ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করা সম্ভব হবে না। তারপরও জনদুর্ভোগ যাতে কমে আসে এ লক্ষ্যে এলজিইডির বিভিন্ন চলমান প্রকল্পের মাধ্যমে গুরুত্বপূর্ণ সড়কগুলো সংস্কার ও মেরামতের করার উদ্যোগ নেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদে যোগাযোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ