Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভুয়া লাইসেন্স ও অভারটেকিং বন্ধ করতে হবে -বাংলাদেশ খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৮, ৫:২৫ পিএম

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক এক বিবৃতিতে বলেছেন, গাড়ী চালক বেপরোয়ভাবে গাড়ি চালানোর কারণে দুঘর্টনার মৃত্যুর মিছিল চলছেই। গাড়ি চালকের মাঝে আল্লাহ ভীতি সৃষ্টি ও মানুষের মহব্বত অন্তরে তৈরি করতে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করলেই দুর্ঘটনা থেকে বাঁচা অনেকটাই সম্ভবপর হবে। ড্রাইভার এবং বাস মালিকদের আশকারা বন্ধে নৌ মন্ত্রীকে অপসারণ করতে হবে। নিরাপদ সড়কের জন্য শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন গণ সমর্থন পেয়েছে। তাই প্রধানমন্ত্রীকে ছাত্রদের যোক্তিক দাবী সমূহ মেনে নিয়ে পরিস্থিতি সামাল দেয়ার জন্য জরুরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি আরো বলেন, রাজপথে যানবাহণে শৃঙ্খলা ও জবাদিহীতা আনতে শিক্ষার্থীরা যা করছে পুলিশ এবং ট্রাপিক বিভাগ দুর্নীতির কারণে এক্ষেত্রে কোনো অবদান রাখতে কেন পারছেনা এ জবাব পুলিশ বাহিনীকে দিতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ খেলাফত মজলিস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ