Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শনির আখড়ায় শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৮, ২:৩২ পিএম

বাস চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহতের প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের চতুর্থ দিনে রাজধানীর শনির আখড়ায় মহাসড়ক অবরোধ করেছে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানচলাচল। দুপুরে পুলিশের এক এসআইয়ের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করার জন্য মোটরসাইকেল থামানোর সঙ্কেত দিলে ওই এসআই শিক্ষার্থীদের উপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে দৌড়ে গিয়ে তাকে ধরে নাজেহাল করে আন্দোলনকারীরা। খবর পেয়ে একদল পুলিশ এসে ওই এসআইকে উদ্ধার করে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশের এক এসআই মোটরসাইকেল নিয়ে রায়েরবাগের দিক থেকে যাত্রাবাড়ীর দিকে আসছিল। এসময় মহাসড়কে অবস্থানরত আন্দোলনকারীরা তার মোটরসাইকেল থামানোর সঙ্কেত দেয়। পুলিশ কর্মকর্তা মোটরসাইকেল না থামিয়ে শিক্ষার্থীদের উপর দিয়েই সজোড়ে চালিয়ে যান। তখন আন্দোলনকারীরা দৌড়ে গিয়ে তাকে ঘিরে ফেলে। এক পর্যায়ে তিনি মোটরসাইকেল থামাতে বাধ্য হন। এসময় উত্তেজিত শিক্ষার্থীরা ওই এসআইকে নাজেহাল করে। এক পর্যায়ে তিনি দৌড়ে গিয়ে মহাসড়কের পাশে এক দোকানে আশ্রয় নেন। খবর পেয়ে একদল পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনার পর শনিরআখড়ায় আন্দোলনকারীদের সাথে পুলিশের কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
অবরোধ ও সংঘর্ষের জেরে শনিরআখড়ার আশপাশের দোকানপাট বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শনির আখড়ায়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ