ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর দৌলতদিয়ায় হঠাৎ দূরপাল্লার পরিবহন না থাকায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।
ঢাকায় বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুতে ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী ও গোয়ালন্দ অংশে বৃহস্পতিবার পরিবহনশূন্য রয়েছে বলে অভিযোগ যাত্রীদের।
বিআইডব্লিটিসির টিকিট কাউন্টার সূত্রে জানা যায়, ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত ১৩০টি দূরপাল্লার গাড়ি চলাচল করলেও পরিবহনের সংখ্যা ছিল ২৪টি।
ঢাকা থেকে আসা যাত্রী রেহেনা বেগম জানান, সকালে গাবতলী থেকে লেগুনায় অনেক কষ্টে পাটুরিয়া পৌঁছাই। তবে এখানে কোনো পরিবহনের বাস নেই বলে তিনি অভিযোগ করেন। পরে পাটুরিয়া থেকে নদী পার হয়ে দৌলতদিয়া প্রান্তে এসে পরিবহনশূন্য দেখতে পাই।
পরিবহনশূন্যের কারণ জানতে চাইলে দৌলতদিয়া ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা কথা বলতে অপারগতা প্রকাশ করেন।