Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা-খুলনা মহাসড়কে হঠাৎ দূরপাল্লার বাস চলাচল বন্ধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৮, ১২:৫৬ পিএম
ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর দৌলতদিয়ায় হঠাৎ দূরপাল্লার পরিবহন না থাকায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।
 
 
 
ঢাকায় বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুতে ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী ও গোয়ালন্দ অংশে বৃহস্পতিবার পরিবহনশূন্য রয়েছে বলে অভিযোগ যাত্রীদের।
 
বিআইডব্লিটিসির টিকিট কাউন্টার সূত্রে জানা যায়, ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত ১৩০টি দূরপাল্লার গাড়ি চলাচল করলেও পরিবহনের সংখ্যা ছিল ২৪টি।
 
ঢাকা থেকে আসা যাত্রী রেহেনা বেগম জানান, সকালে গাবতলী থেকে লেগুনায় অনেক কষ্টে পাটুরিয়া পৌঁছাই। তবে এখানে কোনো পরিবহনের বাস নেই বলে তিনি অভিযোগ করেন। পরে পাটুরিয়া থেকে নদী পার হয়ে দৌলতদিয়া প্রান্তে এসে পরিবহনশূন্য দেখতে পাই।
 
পরিবহনশূন্যের কারণ জানতে চাইলে দৌলতদিয়া ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা কথা বলতে অপারগতা প্রকাশ করেন।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ