Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেলার দাবিতে সমাবেশ ও সড়ক অবরোধ

প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিরামপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা
দিনাজপুরের বিরামপুর উপজেলাকে জেলা করার দাবিতে গতকাল সোমবার স্থানীয় ঢাকা মোড়ে সংসদ সদস্য শিবলী সাদিকের নেতৃত্বে মহাসমাবেশ ও সড়ক অবরোধ করা হয়। ৬ উপজেলার গণমানুষের প্রাণের দাবি বিরামপুরে জেলা বাস্তবায়ন চাই। এরই ধারাবাহিকতায় বেলা ১০টায় রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক, বিরামপুর পৌর সভার মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, হাকিমপুর পৌর সভার মেয়র জামিল হোসেন চলন্ত, ঘোড়াঘাট ও নবাবগঞ্জ উপজেলার নেতৃবৃন্দসহ সর্বস্তরে হাজার হাজার মানুষ দোকান পাট ব্যবসা-বাণিজ্য, স্কুল-কলেজ মাদ্রাসা বন্ধ রেখে এ মহাসমাবেশে যোগ দিয়েছেন। এলাকার গণমানুষের দাবি বিরামপুরকে জেলা বাস্তবায়ন না করা পর্যন্ত এ আন্দোলন চলবে এবং ভবিৎষতে রেলপথ যোগাযোগ বন্ধ করে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেলার দাবিতে সমাবেশ ও সড়ক অবরোধ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ