Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাসানের চিকিৎসায় সাহায্যের আবেদন

প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

অভ্যন্তরীণ ডেস্ক
রাজধানীর নারিন্দা রোড এলাকার বাসিন্দা মরহুম আনোয়ার হোসেনের ছেলে দরিদ্র মো. হাসান (৩৬), দীর্ঘদিন জটিল লিভার ও কিডনি রোগে ভোগছে। সে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের সহকারি অধ্যাপক ডা. নাছিরুল ইসলামের অধিনে চিকিৎসাধীন। তিনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে জানান, হাসান জটিল লিভার ও কিডনি রোগে আক্রান্ত। তার কিডনি ২টি প্রায় অকেজো। তাকে সুস্থ করতে উন্নত চিকিৎসা জরুরি, এতে প্রায় এক লাখ টাকার প্রয়োজন। কিন্তু অসহায় দরিদ্র নিরাপত্তা প্রহরী হাসানের সংসার চালাতেই হিমসিম খেতে হয়। দীর্ঘদিন অসুস্থ থেকে ধার-দেনায় জড়িয়ে পড়েছেন। তার পরিবারের পক্ষেও চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়ে সমাজের দানশীল, দয়াবান, ধনবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট চিকিৎসায় অর্থ সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা-
মো. হাসান
হিসাব নং- ২২৪ ১৫১ ৩৯৮৯০,
ডাচ বাংলা ব্যাংক লি. ওয়ারী শাখা, ঢাকা।
মোবাইল ০১৮৭৯১৪২৬৩৪।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাসানের চিকিৎসায় সাহায্যের আবেদন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ