Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদ্মায় ডুবল বিদ্যালয়

শিবচর (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

মাদারীপুরের শিবচরে নদী ভাঙন ব্যাপক আকার ধারন করেছে। ভাঙনে প্রাথমিক স্কুল ভবন নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়াও আরো একটি প্রাইমারি স্কুল নদীভাঙন আক্রান্ত হওয়ায় সরিয়ে নেয়া হচ্ছে। এনিয়ে গত ১৫ দিনের ব্যবধানে চরাঞ্চলের ৩টি স্কুল ভাঙন আক্রান্ত হয়েছে। গত কয়েকদিনের ভাঙনে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। ভাঙন ঝুঁকিতে রয়েছে হাট বাজার, ইউনিয়ন পরিষদ ভূমি অফিস, কমিউনিটি ক্লিনিক ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সসহ সহ¯্রাধিক ঘরবাড়ি।
জানা যায়, পদ্মা নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পেয়ে মাদারীপুরের শিবচরের চরাঞ্চলের চরজানাজাত, কাঠালবাড়িসহ ৩টি ইউনিয়নে ব্যাপক নদী ভাঙন দেখা দিয়েছে। গতকাল বুধবার সকালে ভাঙন আগ্রাসী রুপ নিয়ে বন্দরখোলা ইউনিয়নের ৭২ নং নারিকেল বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনটির বেশিরভাগ অংশ নদীতে বিলীন হয়ে যায়। স্কুলটির বড় একটি অংশ নদীতে ভেঙে পড়েছে। এছাড়াও ভাঙন আক্রান্ত হওয়ায় চরজানাজাত ইউনিয়নের মালেক তালুকদার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি সরিয়ে নেয়া হচ্ছে। বন্দরখোলা-কাজীরসুরা সড়কের দেড় কিলোমিটার নবনির্মিত সড়ক নদীতে বিলীন হয়ে গেছে। এছাড়াও মজিদ সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বর্তমানে নদী থেকে মাত্র ১শ গজ দুরে প্রবল ভাঙন অব্যাহত রয়েছে। এদিকে গত কয়েকদিনের ভাঙনে ৩টি ইউনিয়নে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। ভাঙন ঝূকিতে রয়েছে খাসেরহাট, চরজানাজাত ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিক, একাধিক স্কুলসহ সহ¯্রাধিক ঘর বাড়ি। নারিকেল বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান জানান, গতকালই পদ্মায় ভয়াবহ ভাঙন শুরু হয়। স্কুলটি সকালে নদীতে বিলীন হয়।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান আহমেদ বলেন, পদ্মা নদীতে তীব্র ভাঙন শুরু হয়ে নারিকেল বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি সম্পুর্ণ বিলীন হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডুবল বিদ্যালয়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ