Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

সূচক বেড়েছে পুঁজিবাজারে

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

সপ্তাহের চতুর্থ দিন সূচক বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে। গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৪৫ পয়েন্ট বেড়ে প্রায় পাঁচ হাজার ৩৪৮ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক পাঁচ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে প্রায় একহাজার ২৪৮ পয়েন্টে রয়েছে; এবং ডিএস৩০ সূচক ১১ দশমিক ৭৪ পয়েন্ট কমে প্রায় এক হাজার ৮৭৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৭৪০ কোটি ৬২ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৮ কোটি ১৫ লাখ টাকা বেশি।
হাতবদল হওয়া ৩৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ১৯৭টির ও অপরিবর্তিত রয়েছে ৪৩টির দর। এদিকে বুধবার দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন তিন কোটি ৮৩ লাখ টাকা কমে ৩৪ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
লেনদেনে থাকা ২৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ৯৪টির ও অপরিবর্তিত রয়েছে ২৩টির দর। দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ১৩৯ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৪৩৬ পয়েন্টে অবস্থান করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুঁজিবাজার

২৪ নভেম্বর, ২০২২
১০ নভেম্বর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৮ সেপ্টেম্বর, ২০২২
২২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ