Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় ১১ কেজি গাঁজাসহ ৩জন আটক

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৮, ৬:৩৪ পিএম

পাবনার সাঁথিয়া উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ ১১ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক এবং একটি সিএনজি জব্দ করেছে। পুলিশ দাবি করেছে, ঐ সিএনজি ১১ কেজি গাঁজা বহন করা হচ্ছিল।
গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ মঙ্গলবার দিবাগত ভোর রাতে সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি মোড়ে অভিযানে যায়। সেখানে একটি সিএনজিতে তিনজন যাত্রীকে দেখে তাদের চ্যালেঞ্জ করে।
এসময় তাদের কাছ থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, পাবনা সদর থানাধীন হলুদবাড়িয়া গ্রামের জাকেরের পুত্র সাইফুল ইসলাম, একই গ্রামের সেকেনের পুত্র রইজ উদ্দিন ঐ উপজেলার নলদহ গ্রামের আসান মোল্লার পুত্র আব্দুল গনি মোল্লা । সাঁথিয়া থানা ওসি জাহাঙ্গীর হোসেন জানান, আটককৃতরা মাদক ব্যবসার জড়িত। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আজ বুধবার পাবনার বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের আদেশ দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ