বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অবৈধ সম্পদ অর্জনের দুর্নীতির অভিযোগের মুখে থাকা আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোঃ জয়নুল আবেদীনের আগাম জামিন নিয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে তাকে হাইকোর্টের দেয়া আগাম জামিন বাতিল হয়ে গেছে বলে জানিয়েছেন আইনজীবীরা। এর আগে আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানিতে আদালত বলেন, আসামীপক্ষ পাকিস্তানে এই ধরণের নজিরের কথা বলেছিলেন, কোর্ট বলেন পাকিস্তানের নজির বাংলাদেশে গ্রহণ যোগ্য হতে পারে না। জামিন সংক্রান্ত রুলের শুনানিশেষে মঙ্গলবার বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি ড.কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে বিচারপতি মোঃ জয়নুলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মঈনুল হোসেন। দুদকের পক্ষে খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রোনা নাহরিন ও এ কে এম আমিন উদ্দিন মানিক শুনানি করেন। এ কে এম আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের বলেন, রায় ঘোষণার আগে আদালত বলেছেন, এই ধরনের মামলা ছাড়া আগাম জামিনের বিষয়ে কোনো নজীর নেই। মামলা ছাড়া আগাম জামিন হলে সমাজে কেওয়াজ সৃষ্টি হবে। আদালত আরও বলেন, আসামীপক্ষ (মামলার আগে জামিন) পাকিস্তানে এই ধরণের নজিরেরের কথা বলেছিলেন, কোর্ট বলেন পাকিস্তানের নজির বাংলাদেশে গ্রহণযোগ্য হতে পারে না। পত্রিকার বিষয়ে বলেছেন পত্রিকার কাজ সমাজের ক্ষতগুলো তুলে ধরা।
এর আগে বিচারপতি মোঃ জয়নুল আবেদীনকে আগাম জামিন দিয়ে জারি করা রুলের ওপর শুনানি গত ১০ জুলাই শুরু হয়ে পর্যায়ক্রমে আরও তিনদিন অনুষ্ঠিত হয়। এরপর গত ১৭, ১৯ এবং সর্বশেষ ২৩ জুলাই শুনানি হয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, গত বছরের ১০ জুলাই হাইকোর্ট বিচারপতি জয়নুল আবেদীনকে আগাম জামিন দিয়ে রুল জারি করেছেন। এর বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করেছিল। আপিল বিভাগ হাইকোর্ট বিভাগে রুল নিষ্পত্তি করতে বলেছেন। সে অনুসারে রুল শুনানি শেষ হয়েছে। ২০১০ সালের ১৮ জুলাই সম্পদের হিসাব চেয়ে আপিল বিভাগের বিচারপতি মোঃ জয়নুল আবেদীনকে নোটিশ দেয় দুদক। ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি একই সালের ২৫ জুলাই হাইকোর্টে একটি রিট আবেদন করেন। এরপর ২০১০ সালের ২৫ অক্টোবর তাকে আরও একটি নোটিশ দেয় দুদক। ২০১৭ সালের জানুয়ারিতে তার কাছে ব্যাখ্যা চায় দুদক। পরে তিনি ব্যাখ্যা দেন। একই বছরের জুনে একটি পত্রিকায় বিচারপতি মোঃ জয়নুল আবেদীনের বিষয়ে সংবাদ প্রকাশিত হলে গ্রেফতার ও হয়রানির আশংকায় তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন। ২০১৭ সালের ১০ জুলাই হাইকোর্ট তাকে এ অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জামিন দেন এবং রুল জারি করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।