বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকা ও চট্টগ্রাম থেকে পৃথক অভিযানে দুটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। গাড়ি দুটির আনুমানিক মূল্য পৌনে ৩ কোটি। গতকাল অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানরি উত্তরা থেকে (টয়োটা হ্যারিয়ার লেক্সাস ব্রান্ডের একিট গাড়ি (ভোলা ঘ-১১-০০৩৪) জব্দ করে গোয়েন্দারা। গাড়ির মালিকের বাড়ি চট্টগ্রাম হলেও গাড়িটি উত্তরা এলাকায় লুকিয়ে রাখেন তিনি। গাড়িটির আনুমানিক মূল্য ১ কোটি টাকা। এদিকে, চট্টগ্রামের একটি গ্যারেজ থেকে ল্যান্ড রোভার ডিফেন্ডার মডেলের একটি গাড়ি (ভোলা ঘ-১১-০০৩৬) জব্দ করা হয়। এটির আনুমানিক মূল্য ১ কোটি ৭৫ লাখ টাকা। অধিদফতরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম জানান, কাস্টমস আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।