বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পিকআপ থামিয়ে চালকের কাছ থেকে দুই হাজার টাকা চাঁদা দাবি করেছিলেন হাইওয়ে পুলিশের এসআই ফারুক। চালক ওয়াহিদ দুইশ টাকা দিতে ক্ষুব্ধ এসআই দুই কনস্টেবলসহ ঝাঁপিয়ে পড়েন তার উপর। পিটিয়ে রক্তাক্ত জখম করেন তাকে। অচেতন অবস্থায় তাকে পাঠানো হয়েছে হাসপাতালে। গতকাল (মঙ্গলবার) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়া পৌরসদরের শাহ আমানত সিএনজি ফিলিং স্টেশনের সামনের সড়কে ঘটে এ ঘটনা। ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ওই পুলিশ সদস্যদের দুই ঘণ্টা অবরুদ্ধ করে এলাকায় বিক্ষোভ করে। পরে পটিয়া থানার ওসি (তদন্ত) রেজাউল করিম মজুমদার এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে জনতা তাদের ছেড়ে দেয়।
আহত চালক ওয়াহিদ ভোলা জেলার আব্দুল মোতালবের পুত্র বলে জানা গেছে। উপজেলার কচুয়াই এলাকা থেকে কিছু কাঠ নিয়ে চট্টগ্রাম শহরে যাচ্ছিলেন ওয়াহিদ। পিকআপটি ওই সিএনজি ফিলিং স্টেশনের কাছে আসলে এসআই ফারুক গাড়িটি আটক করে দুই হাজার টাকা দাবি করে। চালক ওয়াহিদ ২শ’ টাকা দিলে ফারুক এ টাকা ছুঁড়ে ফেলে দেয়। একপর্যায়ে ফারুক ও দুই কনস্টেবল মিলে ওয়াহিদকে কিল ঘুষি লাথি মারতে থাকে। বেধরক পিটুনিতে ওয়াহিদ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান চালক। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চমেক হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।