Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাওলানা আতাউর রহমান খান রহ. এর দশম ওফাত বার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দার্শনিক আলেমেদ্বীন ও কিশোরগঞ্জ সদরের সাবেক সংসদ সদস্য খতীবে মিল্লাত মাওলানা আতাউর রহমান খান রহ. এর ১০ম ওফাত বার্ষিকী আজ। মরহুম কিশোরগঞ্জ জামিয়ার অন্যতম পৃষ্ঠপোষক, ঢাকার ফরিদাবাদ মাদরাসা, মিরপুর ৬ দারুল উলুম, জামিয়া মিল্লিয়াসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হিসাবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ ৪৫ বছরের বেশি তিনি কোরআনের তাফসীর ও হাদীসের দরস দান করেন। ইসলামী জাগরণে গবেষণা, বক্তৃতা ও নেতৃত্ব প্রদানে অগ্রণী ভ‚মিকা পালনসহ সক্রিয় রাজনীতিতে সফল ভ‚মিকা রাখেন। ধর্ম ও দর্শন নিয়ে তাঁর অনেক রচনা রয়েছে। তিনি মাসিক তানযীম বার্তার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী দ্বীনি ও ইলমি পরিবারে জন্মগ্রহণকারী এ ক্ষণজন্মা মনীষী ছিলেন বিশেষ আধ্যাত্মিক মহিমায় সমুজ্জ্বল ব্যক্তিত্ব। আজ তাঁর পরিচালিত সংস্থা ও প্রতিষ্ঠানে বিশেষ দোয়া হবে। দেশব্যাপী তাঁর শত সহ¯্র ছাত্র ভক্ত বন্ধু সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে তার পরিবারের পক্ষ থেকে বিশেষ আমল ও দোয়ার আবেদন জানানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওফাত বার্ষিকী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ