পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেন, প্রবাসী বাংলাদেশিদের প্রেরিত রেমিটেন্সে দেশ আজ মধ্যম আয়ের দেশের উন্নতির পথে। বৈধ পথে আরো বেশী বেশী রেমিটেন্স প্রেরণ করে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখার জন্য মন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহবান জানান।
গত ২৯ জুলাই রাতে গ্রীসের এথেন্সস্থ বাংলাদেশ দূতাবাসে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে প্রবাসী মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি একথা বলেন। গ্রীসের এথেন্সস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোঃ জসিম উদ্দিন এনডিসি’র সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোঃ সেলিম রেজা এবং বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী। এতে আরো উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব নাসরিন জাহান, মন্ত্রীর একান্ত সচিব আবুল হাছানাত হুমায়ুন কবীর, উপ-সচিব মোঃ সামছুল ইসলাম ও প্রথম সচিব (শ্রম) ডঃ সৈয়দা ফারহানা নুর চৌধুরীসহ প্রবাসী বাংলাদেশী, কমিউনিটির নেতৃবৃন্দ।
প্রবাসী মন্ত্রী বলেন, বর্তমানে আওয়ামীলীগ সরকার প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের সদস্যদের কল্যাণার্থে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রী উপস্থিত প্রবাসী বাংলাদেশী ও কমিউনিটির নেতৃবৃন্দের পাসপোর্ট ও নিরাপত্তা সংক্রান্ত সমস্যার কথা শুনেন এবং তা দ্রæত সমাধানের আশ্বাস প্রদান করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।