Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ব্লেক লাইভলির সঙ্গে রায়েন রেনল্ডসের বিবাহবিচ্ছেদ নিয়ে রসিকতা

| প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

তারকা দম্পতির ছাড়াছাড়ি ভক্তদের কাছে কখনও আকাক্সিক্ষত নয়। প্রিয় তারকা দম্পতির ছাড়াছাড়ি হলে তাতে তাদের ভক্তরাও মুষড়ে পড়ে। স্যান ডিয়েগোতে কমিক-কনের এক অনুষ্ঠানে রায়েন রেনল্ডস রসিকতা করেই বিবাহবিচ্ছেদ নিয়ে এক মন্তব্য করেন, আর তাতে যে কেউই আমোদিত হয়নি তাই প্রমাণিত হয়েছে।‘ডেডপুল’ তারকাটি মন্তব্য করেন তার স্ত্রী অভিনেত্রী বেøক লাইভলি তাকে ছেড়ে চলে যাচ্ছেন। তিনি বলেন, তার স্ত্রী অনেক দিন ধরেই বিদেশে শুটিং নিয়ে ব্যস্ত আছেন তাই এই সময়টা তিনি তাদের সন্তানদের দেখাশোনা করার ভাণ করছেন। এর পর তিনি বলেন, বেøক সম্ভবত আদালতে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করতে যাচ্ছেন। রায়েন নিশ্চিত করেই মজা করছিলেন, তবে তা ভক্তরা রসিকতা হিসেবে নেয়নি কারণ তারা এমন কোনও অনভিপ্রেত ঘটনা কামনা করে না, বাস্তবে নয় এবং রসিকতাও নয়। ভক্তদের প্রতিক্রিয়া জানার পর দুই তারকাই সোশাল মিডিয়াতে এটি নিয়ে আপসের বিবাদ করে ভক্তদের নিশ্চয়তা দিয়েছেন এমন ঘটনা ঘটবে না। বেøকের ইনস্টাগ্রামে রায়েন মন্তব্য করেন বেøক তার হ্যাট চুরি করেছে, তারপর তিনি লেখেন: “এতে প্রমাণিত হয় আমার প্রেমিকা আমার সোয়েট শার্ট চুরি করেছে এমন অপরাধ বিয়ে করলে মিটে যায় না।”

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ