নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
তিন ম্যাচে দুই সেঞ্চুরি। একটি ফিফটি। প্রথম ও শেষ ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ। সিরিজের সেরা। ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের সিরিজ জয়ের অন্যতম কারিগর তামিম ইকবাল। রান করে যেমন, তেমনি আলোচনার জন্ম দিয়েছে তার ব্যাটিংয়ের ধরনও। তামিমকে তৃপ্তি দিচ্ছে নিজের ব্যাটিংয়ের সেই ধরনই। দলের চাওয়া যে পূরণ করতে পেরেছেন!
দল চেয়েছিল তামিম যেন লম্বা সময় ব্যাট করে। এমনিতেই বাংলাদেশের জয়ের অন্যতম পূর্বশর্ত তামিমের রান পাওয়া। তার ওপর টেস্ট সিরিজে ব্যাটসম্যানদের চরম ব্যর্থতার পর তামিমকে দল বলেছিল আরও দায়িত্ব নিয়ে খেলতে। ইনিংস টেনে নিতে। সেটি করতে পেরেছেন বলে সিরিজ শেষে দারুণ খুশি এই ওপেনার, ‘আমি যা করতে চেয়েছি এবং আমার দল আমার কাছে যা চেয়েছে, তা হলো লম্বা সময় ব্যাট করা। এটাই ছিল পরিকল্পনা। আমি সেটা সফলভাবে করতে পেরেছি। ভালো লেগেছে। গায়ানার উইকেট খুব সহজ ছিল না (প্রথম দুই ওয়ানডেতে)। টার্ন করছিল, প্রথম ম্যাচে সিমিংও ছিল। ধৈর্য রাখতেই হতো। সেটা করতে পেরেছি বলেই বড় ইনিংস খেলতে পেরেছি।’
ওয়ানডে ক্যারিয়ারে তামিমের ১১ সেঞ্চুরির ৮টিতেই জিতেছে বাংলাদেশ, দলে তার গুরুত্ব তুলে ধরে এই পরিসংখ্যানই। তামিমের কাছেও সেরা প্রাপ্তি দলের জয়ে অবদান রাখতে পারা, ‘সব সময় বলেছি যে যখন দল জেতে এবং তাতে রান করি, এটা হলো সবচেয়ে সেরা অনুভূতি। তিনটি ম্যাচেই যে ধৈর্য নিয়ে আমি খেলতে পেরেছি, কঠোর পরিশ্রমের ফল পেয়েছি। টেস্ট ম্যাচে ব্যর্থতার পর সবাই অনেক কষ্ট করেছে। আমি রান পেয়েছি। কিন্তু যারা পায়নি, তারাও অনেক কষ্ট করেছে।’
তামিম জানালেন, দ্বিতীয় ওয়ানডে জয়ের কাছে গিয়ে হারলেও বিশ্বাস হারায়নি দল। টেস্ট সিরিজটা খুব বাজে কেটেছিল বলেই ওয়ানডের জয় সবাইকে দিচ্ছে বাড়তি তৃপ্তি, ‘অনেক অনেক তৃপ্তিদায়ক জয়। দীর্ঘদিন পর আমরা প্রথম সিরিজ জিতলাম। আমরা অনেক উচ্চাশা নিয়ে এসেছিলাম টেস্ট সিরিজেও। যেভাবে টেস্টে খেলেছি আমরা, তার পর খুবই জরুরি ছিল যেন ওয়ানডে সিরিজটি ভালো খেলি। প্রথম ওয়ানডেতে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি। দ্বিতীয় ওয়ানডেও আমাদের জেতা উচিত ছিল। তবে ওই হারের পর কেউ বিশ্বাস হারানি। সবাই বিশ্বাস করেছে যে শেষ ম্যাচে আমরা জিততে পারি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।