Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিফলে মূল্য ফেরত

মুন্সী কামাল আতাতুর্ক মিসেল, চান্দিনা থেকে : | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

 স্বাস্থ্য চিকন-মোটা করাসহ জটিল ও গোপন রোগের চিকিৎসায় কুমিল্লায় চলছে অভিনব প্রতারণা। বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে বিক্রি হচ্ছে ভুঁইফোঁড় কোম্পানির পণ্য। এসব প্রতিষ্ঠানের বিজ্ঞাপন চিত্রের লিফলেট স্টিকার ও পোস্টারে বাদ পড়েনি স্কুল-কলেজের দেয়াল। পোস্টারের পাশ দিয়ে হাঁটতে গেলে বিব্রত বোধ করেন অভিভাবকরা। বিভিন্ন যানবাহন ও বাজারে চলাচলের সময় লিফলেট বিতরণকারীর হাতে নাজেহাল হতে হয় প্রতিনিয়তই।
জানা যায়, এসব প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায় চেম্বার ভাড়া নিয়ে বিশাল আকারের সাইনবোর্ড টানিয়ে ব্যবসা করে। ব্যাঙের ছাতার মত গজিয়ে ওঠা এসব প্রতিষ্ঠান চিকিৎসার নামে মুখরোচক ¯েøাগান ও অশ্লীল বিজ্ঞাপন দিয়ে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে শত শত টাকা হাতিয়ে নিচ্ছে। প্রকাশ্যে প্রতারণা করে আসলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোন ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ। অশ্লীল শব্দ ব্যবহার করে লিফলেট আকারের বিজ্ঞাপনের ভাষা চিকন স্বাস্থ্য মোটা করুন, ২৪ ঘন্টায় ফলাফল, ৭ দিনে রোগমুক্তি, হাপানি থেকে চিরমুক্তি, খাটো থেকে লম্বা, সমস্যার স্থায়ী সমাধান, ৩ ঘণ্টায় স্থায়ী সমাধান, বিফলে মূল্য ফেরত ইত্যাদি
চিকন স্বাস্থ্য মোটা করার জন্য ন্যাচারাল টনিক ১৫শ’ টাকায় ক্রয় করেন কিবরিয়া। তিনি জানান, কবিরাজের ফিসহ মোট ২ হাজার ৬শ’ টাকার ওষুধ সেবন করেন। কথা অনুযায়ী ২ সপ্তাহে কোন উন্নতি না দেখে যোগাযোগ করলে তারা বলেন আরও ওষুধ সেবন করতে হবে। কিবরিয়া আরও ১৫শ’ টাকার ওষুধ সেবন করে তাতেও ফল না পেয়ে বুঝতে পারেন সে প্রতারিত হচ্ছেন। এখন তিনি ওষুধ সেবন বন্ধ করে দিয়েছেন।
কিন্তু ইউনানি ও আয়ুর্বেদিক বিশেষজ্ঞরা বলছেন, এ শাস্ত্রে মাত্র এক মাসে মোটা স্বাস্থ্য চিকন ও চিকন স্বাস্থ্য মোটা করার কোনো চিকিৎসা নেই। অথচ কুমিল্লা মহানগরীতে এসব ভুয়া হারবাল ও ইউনানি সেন্টার এসব চিকিৎসায় মনগড়া ওষুধ তৈরি করছে। সূত্র জানায়, অশালীন বিজ্ঞাপনে হারবাল সেন্টারগুলো সাধারণ জনগণকে প্রলুব্ধ করে। কিন্তু ওষুধ প্রশাসন পরিদপ্তর মনিটরিং সেলে ওষুধ সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ ধরনের প্রচার আইনত দন্ডনীয় বলা হয়েছে। রোগীরা কিডনি, লিভার, ফুসফুস ও হার্টের বিভিন্ন রোগে আক্রান্ত।
কুমিল্লার বিভিন্ন স্থানে প্রায় অর্ধশত অনুমোদিত ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসাকেন্দ্র রয়েছে। বেশি রয়েছে নগরীর টমছম ব্রীজ ও পদুয়ার বাজার, চান্দিনা, গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায়। এমনকি কুমিল্লার ক্যাবল টিভি নেটওয়ার্ক ডিশএন্টিনাগুলোর মাধ্যমে টিভি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন দেয়া হচ্ছে। চিকিৎসায় এক মাসের গ্যারান্টি দেয়া হচ্ছে। এক মাসের কোর্সের ওষুধের দাম ১ হাজার টাকা। কুমিল্লার চান্দিনার কাদুটি গ্রামের খোরশেদা প্রতারণার শিকার হন বলে এ প্রতিবেদকের কাছে অভিযোগ করেন।এ বিষয়ে কুমিল্লা ড্রাগ সুপার মোঃ হারুনুর রশিদ দৈনিক ইনকিলাবকে বলেন, এ সম্পর্কে আমি কিছুই শুনিনি। কিছু জানিও না। লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান। তবে তার বিরুদ্ধে মাসোহারা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি। কুমিল্লার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা বলছেন, কম শিক্ষিত লোকজন এরকম ভুয়া চিকিৎসকের কাছে যান। কিন্তু তারা লজ্জায় নিজেদের রোগের কথা গোপন রাখার জন্য ওদের প্রতারণার কথা পুলিশকে জানান না। পুলিশের কাছে অভিযোগ এলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।



 

Show all comments
  • Al Helal ৩০ জুলাই, ২০১৮, ৯:৩৮ পিএম says : 0
    বিচার চাই
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মূল্য ফেরত

৩০ জুলাই, ২০১৮
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ