বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নেইমার আর মেসিদের মতো নানা ঢঙ্গে চুলের কাটিং নিয়ে যখন ক্ষুদে খেলোয়াড়রা রোববার বিকালে যখন ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে প্রবেশ করে, তখন দর্শকরা তরতালি দিয়ে তাদের স্বাগত জানায়। তাদের চোখে মুখে ছিল নেইমার মেসিদের মতো ম্যাচ জয়ের স্বপ্ন। এই দলটি ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়। রোববার তারা বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের জোন চ্যাম্পিয়ান হয়ে ঝিনাইদহ জেলা শহরে খেলতে আসে। মাঠে নেমে দৃষ্টিনন্দন খেলা উপহার দিয়ে ৪-৩ গোলে হারিয়ে দেয় মহারাজপুর ইউনিয়নের খামারাইল সরকারী প্রাকমিক বিদ্যালয়কে। অজপাড়া গাঁয়ের ক্ষুদে ফুটবলারদের এ ভাবে চুল কেটে খেলতে আসায় মাঠভরা দর্শকদের কেও বিচলিত হয়নি। কারণ তাদের পায়ে ছিল ছন্দ আর অসাধরণ টিম স্প্রিট। নির্ধারিত সমরেয় গোলের দেখা না পেলেও ট্রাইবেকারে ৪-৩ গোলে ধরাশায়ী করে প্রতিপক্ষকে। বংকিরা প্রাইমারি স্কুল দলের গোল রক্ষক আকরামের ক্রিড়া নৈপুন্য দর্শকদের আকৃষ্ট করে চরম ভাবে। সে দুইটি বল দক্ষতার সাথে মোকাবেলা করলে ফলাফল বংকিরার দিকে ঝুকে পড়ে। বংকিরা দলের পক্ষে হাসান মাহমুদ, জুবায়ের, হরেকৃষ্ণ ও সজিব গোল করতে সমর্থ হয়। বংকিরা ক্ষুদে ফুটবল টিমঃ আকরাম, হাসান মাহমুদ, হরেকৃষ্ণ, ইয়াসিন, রাশিদুল, সজিব, হাসান, জুবায়ের, বাপ্পি ও জিহাদ। খামারাইল ফুটবল টিমঃ চয়ন, নাহিদ, রোকন, রাব্বি, কৌফিক, স্বপন, রাশেদ, শামিম, মাসুম, তৌফিকুর রহমান ও রাতুল। বংকিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকলিমা খাতুন জানান, তার দলের এই বিজয়ে তিনি খুশি। আশা করি জেলা চ্যাম্পিয়ান হয়ে গ্রামবাসির জন্য গর্ব ও ভালবাসা বয়ে আনতে পারবে খেলোয়াড়রা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।