Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ষণের শংকায় স্কুলে যাওয়া বন্ধ এক ছাত্রীর

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৮, ৪:৩২ পিএম

গণধর্ষণের হুমকীতে শংকায় দুই সপ্তাহ যাবৎ স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে এক ছাত্রীর। গৃহবন্দী হয়ে আছে এই ছাত্রী ।মানসিকভাবে ভেঙ্গে পড়েছে সে। পাবনার সাঁথিয়া পাইলট মডেল হাইস্কুলের এই ছাত্রীকে গণ ধর্ষণের হুমকী দিয়েছে এলাকার বখাটেরা। সূত্র মতে, স্কুলে আসা-যাওয়ার পথে দলবদ্ধ বখাটেরা তাকে নানাভাবে উত্যক্ত করে আসছিল। কখন শিষ বাজিয়ে তার গা লক্ষ্য করে প্রেমপত্র ছুঁড়ে মারতো। এর মধ্যে ভয়ে ভয়ে স্কুলে আসা- যাওয়া করছিল। কয়েকদিন আগে পথ আগলে প্রেমের প্রস্তাব দেয় বখাটেদল। প্রেমে সাড়া না দিলে অপরহরণ করে গণধর্ষণ করার হুমকী দেওয়া হয়। এই ছাত্রী বাড়িতে তার পিতা-মাতাকে জানালে তারা আপাতত: তাকে স্কুলে যেতে নিষেধ করেন। বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত ২৫ জুলাই সাঁথিয়া থানায় লিখিত দরখাস্ত করেছে ওই ছাত্রী। তার আবেদনটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহন করেছে থানা পুলিশ।থানায় অভিযোগের খবর পেয়ে বখাটেরা আরও ক্ষিপ্ত হয়ে উঠছে বলে জানা গেছে। কিশোরীর পরিবারের সদস্যদের ফোনে নানাভাবে হুমকী দেওয়া হচ্ছে। থানায় অভিযোগ করার পাঁচদিন অতিবাহিত হলেও থানা পুলিশ বখাটেদের এখনও ধরতে পারেনি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, এদের ধরার চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণের শংকা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ