Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্লক মার্কেটে লেনদেন ৩১ কোম্পানির

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

সাপ্তাহিক ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩১ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩ কোটি ৭৯ লাখ ৮৭ হাজার ৯৫৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য প্রায় ১৪৯ কোটি টাকা। যা আগের সপ্তাহ থেকে ৯০ কোটি টাকা বা ১৫২ শতাংশ বেশি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদায়ী সপ্তাহে এসব কোম্পানির মোট ১৪৮ কোটি ৮৩ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৮৯ কোটি ৭১ লাখ ৪৯ হাজার টাকা বা ১৫২ শতাংশ বেশি। আগের সপ্তাহে ব্লক মার্কেটে ৩৬ কোম্পানির ৫৯ কোটি ১২ লাখ ১০ হাজার টাকার লেনদেন হয়েছিল। গত সপ্তাহে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল)। এই কোম্পানির ২ কোটি ৯৪ লাখ ৮৪ হাজার ৪৫৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪১ কোটি ২৭ লাখ টাকা।
এদিকে, ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেড। কোম্পানিটির মোট ১২ লাখ ১৪ হাজার ৮০০ শেয়ার বøকে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪ কোটি ৩৯ লাখ টাকা। আর তালিকার তৃতীয় স্থানে থাকা মার্কেন্টাইল ব্যাংক ৬ লাখ শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৯৬ লাখ টাকা।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- কেডিএস এক্সেসরিজ, লিবরা ইনফিউশন, গ্রামীণফোন, কেপিসিএল, প্যারামাউন্ট টেক্সটাইল, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং, এইচ আর টেক্সটাইল, স্যালভো কেমিক্যাল, বিডি অটোকার্স, প্যাসিফিক ডেনিমস, ইসলামী ব্যাংক, এনভয় টেক্সটাইল, ব্যাংক এশিয়া, এনসিসি ব্যাংক, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, রেনেটা, সায়হাম টেক্সটাইল, নাহি অ্যালুমিনিয়াম, অ্যাক্টিভ ফাইন, ফনিক্স ফাইন্যান্স, সিঙ্গারবিডি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, অ্যারামিট, কনফিডেন্স সিমেন্ট, স্কয়ার ফার্মা, বিএটিবিসি, ওয়ান ব্যাংক ও লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। - ওয়েবসাইট



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুঁজিবাজার

২৪ নভেম্বর, ২০২২
১০ নভেম্বর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৮ সেপ্টেম্বর, ২০২২
২২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ