Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিটিভির আনন্দ মেলা উপস্থাপনায় ফেরদৌস ও পূর্ণিমা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

আগামী কোরবানীর ঈদে বিটিভি’তে প্রচারের জন্য আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে নির্মিত হবে ঈদ বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’। এবারের ‘আনন্দ মেলা’র উপস্থাপনা করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্তারপ্রাপ্ত দুই নায়ক নায়িকা ফেরদৌস ও পূর্ণিমা। বিষয়টি নিশ্চিত করেছেন ‘আনন্দ মেলা’র প্রযোজক মো. মাহফুজার রহমান। তিনি জানান, ফেরদৌস ও পূর্ণিমা ‘আনন্দ মেলা’য় উপস্থাপক হিসেবে কাজ করার বিয়ষটি নিশ্চিত করেছেন। আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে তারকা সমাবেশে ‘আনন্দ মেলা’র শূটিং হবে। ফেরদৌস বলেন, ‘আনন্দ মেলা বিটিভির একটি ঐতিহ্যবাহী ম্যাগাজিন অনুষ্ঠান। এই অনুষ্ঠান এর আগেও আমি উপস্থাপনা করেছি। তবে এবারই প্রথম আমি ও পূর্ণিমা উপস্থাপনা করতে যাচ্ছি। আশা করছি, এবারের আনন্দ মেলা ব্যতিক্রম এবং দর্শকের কাছে অনেক ভালো লাগার একটি অনুষ্ঠান হবে।’ পূর্ণিমা বলেন, ‘গত ঈদে আমি ও ফেরদৌস আনন্দ মেলা’র পারফর্ম্যান্সে অংশ নিয়েছি। সবকিছু ঠিকঠাক থাকলে আমি আর ফেরদৌস এবারের আনন্দ মেলা’র উপস্থাপনা করবো। কিছু ভিন্নধর্মী পারফরম্যান্স থাকবে এবারের ঈদ আনন্দ মেলায়। ফেরদৌসের সঙ্গে এর আগেও আমি উপস্থাপনা করেছি বিভিন্ন অনুষ্ঠানে। যে কারণে তারসঙ্গে উপস্থাপনার বোঝপড়াটাও বেশ চমৎকার। আশা করছি, এবারের আনন্দ মেলা দর্শকের কাছে অনেক বেশি উপভোগ্য হবে।’ ‘আনন্দ মেলা’ এবার যৌথভাবে প্রযোজনা করবেন মো. মাহফুজার রহমান ও এল রুমা। এদিকে পূর্ণিমা দীর্ঘদিন পর একটি ভালো গল্পের চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। প্রয়াত নায়ক মান্নার প্রযোজনা সংস্থা ‘কৃতাঞ্জলি চলচ্চিত্র’র নবম অবদান ‘জ্যাম’র অভিনয় করতে যাচ্ছেন তিনি। এটি নির্মাণ করবেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। এতে আরো অভিনয় করবেন চম্পা, অমিত হাসান, মিশা সওদাগর, ফেরদৌস প্রমুখ। ফেরদৌস অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র দুটি হচ্ছে ‘কালের পুতুল’ ও ‘খাচা’। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত একে সোহেল পরিচালিত ‘পবিত্র ভালোবাসা’। এতে তার বিপরীতে আছেন প্রিয়দর্শিনী মৌসুমী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিটিভি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ