রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নতুন কোনো কর আরোপ ছাড়াই মৌলভীবাজার পৌরসভার প্রায় ৯০ কোটি ৭৪ লক্ষ ২৮ হাজার ৮২৭ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে পৌর মিলনায়তন কেন্দ্রে বিভিন্ন শ্রেণির মানুষের উপস্থিতিতে এক সমাবেশে ২০১৮-১৯ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান।
বাজেটে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, ভার প্রাপ্ত জেলা প্রশাসক আশরাফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, জেলা আইনজীবী সমিতির সভাপতি রমাকান্ত দাস গুপ্ত, বিএমএ সভাপতি ডাঃ ছাব্বির হোসেন খাঁন, জেলা জাসদের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নজরুল।
আরও বক্তব্য ও মুক্ত আলোচনায় অংশ নেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধার পদ দেব সজল, পৌর কাউন্সিলর মনবীর রায় মঞ্জু, স্বাগত কিশোর দাশ চৌধুরী প্রমুখ।
বাজেটে উল্লেখযোগ্য আয়ের উৎস ধরা হয়েছে, ইউজিআইপি৩, রাজস্ব খাত, পানি সরবরাহ, ক্ষুদ্র ঋণ, এডিপি, নগর অবকাঠামো প্রকল্প, বিএমডিএফ প্রকল্প ইত্যাদি।
বাজেট সভায় পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।