Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

টেকনাফ উপকুলে নৌকা ডুবে নিখোঁজ ৬ জেলের ৫ জন ফিরে এসেছে

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৮, ২:৫৫ পিএম

টেকনাফের সাবরাং উপকূলে বঙ্গোপ সাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে একটি মাছ ধরা নৌকা ডুবে নিখোঁজ ৬ জেলের ৫ জন ফিরে এসেছে। অপর এক জেলেকে এখনো পাওয়া যাচ্ছে না। শুক্রবার সকালে উপকূলের সাবরাং বঙ্গোপসাগর এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটলেও এখনো তার খোঁজ পাওয়া যায়নি বলে জানাগেছে।

এ ঘটনায় পাঁচজন জেলে সাঁতরিয়ে কূলে ফেরত আসতে পারলেও এক জেলে রাত নয়টা পর্যন্ত নিখোঁজ রয়েছেন। নিখোঁজ আলী হোসেন (৩০) টেকনাফের সাবরাং মুন্ডার ডেইল গ্রামের বাসিন্দা মৃত ফজল আহমদের ছেলে।

সাবরাং মুন্ডার ডেইল মাছঘাট সোনারতরী মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ও ডুবে যাওয়া নৌকার মাঝি মো. আব্দুস সালাম বলেন, শুক্রবার ভোররাতে সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল গ্রামের বাসিন্দা জামাল হোসেনের মালিকানাধীন একটি মাছ ধরার নৌকা করে ছয় মাঝিমাল্লা সাগরে যায়। মাছ ধরারত অবস্থায় সকালে হঠাৎ করে উত্তাল ঢেউয়ের কবলে পড়লে নৌকাটি উল্টে যায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিখোঁজ জেলে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ