রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ১৫টি ইউনিয়ন একটি পৌরসভায় ৪ লাখ মানুষের জন্য একমাত্র ভরসা ৫০ শয্যা বিশিষ্ট্য দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে অনুমোদন ৫০ শয্যা বিশিষ্ট হলেও রয়েছে ৩১ বিশিষ্ট্য সিট। মাত্র ৪ জন চিকিৎসক দিয়েই চলছে স্বাস্থ্য সেবা ৫০ শয্যা হাসপাতালে ডাক্তার দরকার ১৫ জন। একদিকে রোগীর চাপ অন্যদিকে চিকিৎসাকেন্দ্রটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় সড়ক দূর্ঘটানায় পরায় রোগীদের একটি বাড়তি চাপ ও রয়েছে। এ ছাড়া হোমনা মেঘনা, তিতাস ও কচুয়া এ ৪ উপজেলার রোগীরা চিকিৎসা নিতে আসেন। এই অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সের মাত্র ৪ জন ডাক্তার দিয়ে বিপুল সংখ্যক রোগীর চাপ সামাল দেয়া কঠিন হয়ে পড়েছে। হাসপাতালে গাইনী বিশেষজ্ঞ ডাক্তার না থাকার কারনে প্রসুতি মায়েদের জন্য চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে। এখানে নাক, কান, গলা, এনেসথেশিয়া হৃদরোগ ও চোক্ষু বিশেষজ্ঞ ডাক্তার না থাকার কারনে চিকিসৎসাসেবা ব্যহত হচ্ছে। অল্ট্রসোনোগ্রাম মেশিন নষ্ট থাকার কারনে স্বাস্থ্য সেবা ও ব্যহত হচ্ছে। এ ছাড়া হাসপাতালে মহিলা ও পুরুষ দালালদের উৎপাত রয়েছে। অভিযোগ রয়েছে হাসপাতাল থেকে বিভিন্ন প্রাইভেট হাসপাতালে রোগী পাঠিয়ে দেয়া হয়। এ হাসপাতালে ১৯ টি সিটের সংকট থাকার কারনে রোগীদেরকে ফ্লোরে বিছানা করে থাকতে হয়। হাসপাতালে রোগী মরিয়ম জানান হাসপাতালের বাথরুম অপরিস্কার অপরিচ্ছন্ন থাকে। এ ছাড়া হাসপাতালের রোগী কামরুল জানান ঔষুধপত্র ৮০% হাসপাতালের বাহির থেকে ক্রয় করতে হয়। রোগী জামাল হোসেন জানান হাসপাতালে অতিরিক্ত রোগীর কারনে ফ্লোরে বিছানা বিছিয়ে থাকতে হয় আমাদের । দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জালাল আহমেদ ইনকিলাবকে জানান ২০১৮ সালের ৪ মাসে ৪ বার সারা বাংলাদেশে স্বাস্থ্য সেবায় আমরা ১ম হওয়ার পর গত জুন মাসে একযোগে ৯ জন ডাক্তার এ হাসপাতাল থেকে বদলি করার কারনে আমরা ৪ জন ডাক্তার জনগণকে চাহিদা মত সেবা দিতে হিসসিম খাচ্ছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।