Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশের প্রতি স্বাস্থ্য অধিদফতরের বার্তা

চিকিৎসক হেনস্তা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম

মুভমেন্ট পাস ও পরিচয়পত্র দেখতে চাওয়া নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রেডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাঈদা শওকত জেনির সঙ্গে পুলিশ ও ম্যাজিস্ট্রেটের বিতন্ডার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

গতকাল কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও নন-কমিউনিকেবল ডিজিজের (এনসিডিসি) পরিচালক প্রফেসর ডা. মোহাম্মদ রোবেদ আমিন এ প্রসঙ্গে বলেন, চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীরা জীবন বাজি রেখে করোনা আক্রান্ত রোগীদের সেবা দিচ্ছেন। শুধু যে তারা নিজেরাই ঝুঁকি নিচ্ছেন তা নয়, তাদের পরিবার পরিজনের অনেকের মৃত্যুর কারণও হয়েছেন। এ অবস্থায় তাদের প্রতি পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে আরও মহানুভবতার সঙ্গে সহযোগিতা প্রত্যাশা করি।

রোবেদ আমিন বলেন, চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের মুভমেন্ট পাস লাগবে না। এক্ষেত্রে কর্তব্যরত চিকিৎসক-নার্সদের সহযোগিতা করা আইনশৃঙ্খলা বাহিনীর নৈতিক দায়িত্ব। আপনারা তাদের বাধাগ্রস্ত না করে সর্বোচ্চ সহযোগিতা করবেন, এটাই আমরা আশা করি।

আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে তিনি বলেন, করোনায় পুলিশ, সেনাবাহিনী, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক কাজ করছে। করোনা মোকাবিলায় তাদের অবদান অনেক। পাশাপাশি আমাদের চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীরাও সম্মুখ সারিতে যুদ্ধ করছেন। তারা জীবনবাজি রেখে রোগীদের সংস্পর্শে গিয়ে চিকিৎসা সেবা দিচ্ছেন। এরই মধ্যে দেড় শতাধিক চিকিৎসকসহ অসংখ্য স্বাস্থ্যকর্মী জীবন দিয়েছেন।

এ সময় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা শুরু থেকেই আন্তরিকতার সঙ্গে করোনা মোকাবিলায় কাজ করে যাচ্ছেন। ঝুঁকি নিয়ে করোনা রোগীদের সেবা দিচ্ছেন। আপনাদের স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি।

স্বাস্থ্য অধিদফতরের এই মুখপাত্র বলেন, চলাচলের সময় সংশ্লিষ্ট দফতর থেকে আইডি কার্ড সংগ্রহ করবেন। এছাড়া চলমান বিধিনিষেধে চলাচলের জন্য স্বাস্থ্য অধিদফতরও আইডিকার্ড দিচ্ছে। যে কোনো স্বাস্থ্যকর্মী অধিদফতরের ওয়েবসাইটে গিয়ে তা সংগ্রহ করে নিতে পারবেন। তবে যারা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন বা প্রাইভেট প্র্যাকটিস করেন, তাদের আইডি কার্ড লাগবে না। ভিজিটিং কার্ড দেখালেই চলবে।

রোবেদ আমিন বলেন, আপনাদের সরকার ঘোষিত প্রণোদনার টাকা নিয়ে রাগ, ক্ষোভ বা হতাশা রয়েছে। সরকার এরই মধ্যেই প্রথম দফায় প্রণোদনার টাকা ছাড় করেছে। ১৪টি হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের জন্য দুই মাসের বিশেষ প্রণোদনা বরাদ্দ দেয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকি হাসপাতালগুলোয়ও দেয়া হবে।

উল্লেখ্য, মুভমেন্ট পাস ও পরিচয়পত্র দেখতে চাওয়া নিয়ে গত রোববার রাজধানীর এলিফ্যান্ট রোডে বিএসএমএমইউ’র চিকিৎসক সৈয়দা শওকত জেনির সঙ্গে বিতন্ডায় জড়ান দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্য ও ম্যাজিস্ট্রেট। এ ঘটনা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেয় পুলিশ ও চিকিৎসকদের বিভিন্ন সংগঠন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চিকিৎসক হেনস্তা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ