মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নেপাল সরকার বৃহস্পতিবার প্রথমবারের মতো কাঠমান্ডুর সিংহ দরবারে মন্ত্রিসভার প্রথম ডিজিটাল বৈঠক করেছে। পেপারলেস প্রশাসন গড়তে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি যে প্রতিশ্রুতি দিয়েছেন এই ডিজিটাল বৈঠক তারই অংশ। জানা গেছে, প্রধানমন্ত্রীর দফতর ও মন্ত্রিসভার জন্য অটোমেশিন সিস্টেম স্থাপন করা হয়েছে। এতে কোন এজেন্ডার উপর আলোচনা সংক্ষিপ্ত ও কার্যকর হবে। সরকার প্রত্যেক ক্যাবিনেট মন্ত্রীকে ল্যাপটপ দিয়েছে। মন্ত্রীরা যখন ক্যাবিনেট কক্ষে প্রবেশ করবেন তাদেরকে একটি ইউজারনেম ও একবার ব্যবহারযোগ্য পাসওয়ার্ড (ওটিপি) দেয়া হবে। তখন মন্ত্রীরা বৈঠকের এজেন্ডায় প্রবেশ করতে পারবেন। প্রত্যেক ক্যাবিনেট বৈঠকের জন্য নতুন পাসওয়ার্ড ইস্যু করা হবে। প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের মাঝে ইউজারনেম ও পাসওয়ার্ড বিতরণ করবেন মুখ্যসচিব। প্রধানমন্ত্রীর দফতর ও বাসভবনে সেলফোন জ্যামার বসানো হয়েছে যাতে কোন বিঘ্ন ও বিপত্তি ছাড়াই ক্যাবিনেট মিটিং সম্পন্ন করা যায়। গত ৩০ মে প্রধানমন্ত্রী ওলি হুমকি দিয়ে বলেছিলেন যে কোন মন্ত্রী যদি ল্যাপটপ ব্যবহার করতে না পারে তাহলে তাকে বরখাস্ত করা হবে। এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।