Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নকলনবিস অ্যাসোসিয়েশনের মানববন্ধন

প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

যশোর ব্যুরো : এক বছরের বকেয়া বেতন পরিশোধ, চাকরি স্থায়ীকরণসহ বিভিন্ন দাবিতে যশোরে মানববন্ধন করেছেন নকলনবিশ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। বাংলাদেশ নকলনবিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার দুপুরে জেলা রেজিস্ট্রি অফিসের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে সংগনের নেতৃবৃন্দ বলেন, ৪০ বছর ধরে দায়িত্ব পালন করলেও তাদের চাকরি স্থায়ী হয়নি। তাছাড়া যে বেতন দেয়া হয় তাও অনিয়মিত। ফলে মোহরাররা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি হায়দার আলী, কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা কমিটির সাধারণ সম্পাদক আলী আকবর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নকলনবিস অ্যাসোসিয়েশনের মানববন্ধন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ