Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাবির সমাজবিজ্ঞান বিভাগের পুনর্মিলনী ২৯ এপ্রিল

প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

শাবি সংবাদদাতা : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের পুনর্মিলনী আগামী ২৯ ও ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। গতকাল রোববার দুপুর ১২টায় শাহজালাল বিশ^বিদ্যালয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুনর্মিলনী কমিটির সদস্য সচিব ও বিভাগের সহযোগী অধ্যাপক মো: ফারুক উদ্দিন। এ সময় তিনি আরও জানান, ২৯ এপ্রিল বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পুনর্মিলনী আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে প্রো-ভিসি অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়া উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া রঙিন র‌্যালি, প্রকাশনার মোড়ক উন্মোচন, অ্যালামনাই কমিটি গঠন, ‘জলের গান’-এর পরিবেশনা, প্রাক্তন শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও থাকবে আকর্ষণীয় বিভিন্ন ইভেন্ট। ইতিমধ্যে প্রায় সাত শতাধিক শিক্ষার্থী পুনর্মিলনীর জন্য নিবন্ধন করেছেন বলেও জানান তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক জসীম উদ্দিন, অধ্যাপক ড. আ.হ.ম বেলায়াত হোসেন, সহযোগী অধ্যাপক মো: আল আমিন, ড. শাহ মো: আতিকুল হক, আনোয়ার হোসাইন, মো: মুরাদ, সহকারী অধ্যাপক মাহেদ উল ইসলাম চৌধুরী এবং পুনর্মিলনী কমিটির আহŸায়ক রাশেদুল হক প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাবির সমাজবিজ্ঞান বিভাগের পুনর্মিলনী ২৯ এপ্রিল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ