Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সেতুমন্ত্রীর সাথে কাদের সিদ্দিকী বৈঠক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৮, ১২:৫২ এএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তার কিছুক্ষণ পরে সাক্ষাৎ করেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। গতকাল বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ে পৃথকভাবে তাদের সঙ্গে এই বৈঠকে মিলিত হন ওবায়দুল কাদের
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে তিনটায় প্রথমে ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। এরপর বিকেলে চারটায় এসে বৈঠক করেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। তবে বৈঠকের পর ওবায়দুল কাদের, কাদের সিদ্দিকী বা নাজমুল হুদা কেউই গণমাধ্যমকে কিছু জানাননি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ তথ্য কর্মকর্তা আবু নাসের জানান, মন্ত্রীর সঙ্গে কাদের সিদ্দিকী ও নাজমুল হুদা পৃথক সাক্ষাৎ করেছেন। তবে সেখানে কী নিয়ে আলোচনা হয়েছে সেটি তিনি জানেন না।জানা গেছে, একাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে প্রবীণ এই দুই নেতার সঙ্গে বৈঠক করেছেন ওবায়দুল কাদের। এর আগে গত মঙ্গলবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সঙ্গে তার কার্যালয়ে গিয়ে দেখা করেন ওবায়দুল কাদের। পরে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। এখানে রাজনীতির কোনো অংক নেই।



 

Show all comments
  • Fazlur Rahman ২৭ জুলাই, ২০১৮, ৪:১৭ এএম says : 0
    নির্বাচন আসলে কাদের সিদ্দিকীর কদর বাড়ে
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ২৭ জুলাই, ২০১৮, ১০:৫৯ পিএম says : 0
    ওবায়দুল কাদেরের সাথে কাদের সিদ্দিকীর বা নাজমুল হুদার সাথে সাক্ষাৎ হতেই পারে কারন ওবায়দুল কাদের সরকারি দলে দ্বিতীয় প্রধান এবং গণসংযোগের দায়িত্ব তার সেই সুবাদে অন্য যেকোন দলের প্রতিনিধির সাথে তার সাক্ষৎ হোওয়াটা নিয়ে অনেকেই অনেক কিছু দেখতে পারেন কিন্তু বিষয়টা যদি ওনারা খোলাশা না করেন কিংবা সাংবাদিকরা খুঁচিয়ে সত্য উৎঘাটন না করেন তাহলে আমরা যারা পাঠক বা ঘরে বসে সংবাদ পড়ে মন্তব্য লিখে থাকি আমাদের পক্ষে সঠিক কিছু বলা সম্ভব নয়। তবে হা আমরা আমাদের মস্তিষ্ক থেকে আমাদের চিন্তার বহিঃপ্রকাশ করতে পারব এটা ঠিক। আমি মনে করি এখানে আমাদের এমন কিছুই লিখা ঠিক নয় যা নাকি আবার মিথ্যায় রূপ নেয়। .................. আল্লাহ্‌ আমাকে সহ সকল রাজনীতিবিদদেরকে মিথ্যা পরিত্যাগ করে সত্য কথা বলার ক্ষমতা দান করুন। আমীন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ