বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উচ্চপদে পদোন্নতি দেওয়া হয়েছে। গত মঙ্গলবার থেকে গতকাল পর্যন্ত বিমান বাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত ‘বিমান বাহিনীর কর্মকর্তা পদোন্নতি পর্ষদ- ২০১৮’ এর সিদ্ধান্তের আলোকে এ পদোন্নতি দেওয়া হয়। বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের সভাপতিত্বে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, বিভিন্ন ঘাঁটির এয়ার অধিনায়কগণ এবং অন্যান্য এয়ার অফিসারগণ পর্ষদে উপস্থিত ছিলেন। গতকাল আইএসপিআরের সহকারী তথ্য অফিসার আয়শা ছিদ্দিকা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়,
বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্ষদে স্কোয়াড্রন লিডার হতে উইং কমান্ডার, উইং কমান্ডার হতে গ্রæপ ক্যাপ্টেন এবং গ্রæপ ক্যাপ্টেন হতে এয়ার কমডোর পদে যোগ্য প্রার্থীদের পদোন্নতির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। গণতন্ত্রকে সুসংহত করতে দৃঢ় প্রত্যয়ী, দেশপ্রেমিক এবং স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী সামরিক কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়েছে। এছাড়া পদোন্নতির ক্ষেত্রে তাদের শিক্ষা, পেশাগত মান, যোগ্যতা, মনোভাব, শৃঙ্খলা, সততা, বিশ^স্ততা, আনুগত্য ও সামরিক জীবনের সাফল্যের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।