Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অর্থের অভাবে অভিনেত্রী শুভ্রার চিকিৎসা বন্ধ

প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : সাত ও আট দশকের সাড়া জাগানো চলচ্চিত্র অভিনেত্রী শুভ্রা প্রায় ১০ দিন ধরে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বর্তমানে নিজ বাস ভবনে অবস্থান করছেন। চিকিৎসার খরচ চালাতে পারছেন না বলে চিকিৎসা অসমাপ্ত রেখেই তাকে হাসাপাতাল থেকে বাসায় চলে আসতে হয়েছে। তার বিভিন্ন রোগের কথা জানা গেছে। ডায়াবেটিস, হার্টের সমস্যাসহ আরো কিছু রোগে আক্রান্ত হয়েছেন। তার একমাত্র ছেলে বর্তমানে স্ট্যামফোর্ডে বিবিএ পড়াশোনা করছে। স্বামী বেকার। সংসারে উপার্জনক্ষম কেউ নেই বলে বর্তমানে তার জীবন চলছে টানাপড়েনের মধ্য দিয়ে। তিনি জানিয়েছেন, ইতোমধ্যে তিনি সাহায্য চেয়ে আবেদন করেছেন প্রধানমন্ত্রীর কাছে। স্বাধীনতার পর শুভ্রার চলচ্চিত্রে অভিষেক হয় বাবুল চৌধুরী পরিচালিত ‘যাহা বলিব সত্য বলিব’ ছবি দিয়ে। তার সর্বশেষ মুক্তি পাওয়া ছবি হলো ‘ভালোবাসা দিবি কিনা বল’। এ ছাড়া তার অভিনীত চলচ্চিত্রগুলোর মাধ্যে রয়েছে ‘কি যে করি’, ‘এক মুঠো ভাত’, ‘বাজিমাত’, ‘আপনজন’, ‘আদরের সন্তান’সহ আরো অনেক ছবি। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান বলেন, ‘তিনি এক সময় আমাদের সদস্য ছিলেন। এখন নেই। তার ব্যাপারটা দেখার জন্য শিল্পী সমিতিকে অনুরোধ করেছেন প্রবীণ অভিনেতা বাবর। বৈশাখের কারণে আমরা এর মধ্যে তার কোনো খবর রাখতে পারিনি। তিনি আমাদের সদস্য না হলেও একজন প্রবীণ শিল্পী হিসেবে আমরা তার বিষয়টি অবশ্যই দেখার চেষ্টা করব।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অর্থের অভাবে অভিনেত্রী শুভ্রার চিকিৎসা বন্ধ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ