Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে যুবদলের বিক্ষোভ

টঙ্গী সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকালে টঙ্গীতে মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে মিলিত হয়। বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, মহানগর যুবদলের সভাপতি প্রভাষক বসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিন ভাট, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম টুটুল, যুগ্ম-সম্পাদক জিল্লুর রহমান মাসুম, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, স্বৈরাচারেরও নীতি থাকে। কিন্তু বর্তমান এই স্বৈরাচার সরকারের কোন নীতি নেই। তারা যা ইচ্ছা তাই করছে। আওয়ামীলীগ আজীবন ক্ষমতা কুক্ষিগত করতে বিশ্বস্বীকৃত গণতন্ত্রী নেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ অন্যায়ভাবে কারাগারে বন্ধী রেখে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। বেগম জিয়াকে নির্জন কারাগ্রকোষ্ঠে আটকে রেখে নির্মম আচরণ করা হচ্ছে। এই সরকার সকল সীমা লঙ্গণ করে চলেছে। তাদের এই সীমা লঙ্গন আর মেনে নেওয়া হবে না। বেগম জিয়াকে মুক্ত করে গণতান্ত্রিক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন আদায় না করা পর্যন্ত যুবদল রাজপথ ছাড়বে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়ার


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ