প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে প্রিয়াংকা কালচারাল ইনস্টিটিউট। রাজধানীর মিরপুর বেড়িবাধ এলাকায় গত শুক্রবার সন্ধ্যায় চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীত বিভাগের সার্টিফিকেট কোর্স-এর উদ্বোধনের মাধ্যমে ইনস্টিটিউটটির যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রিয়াংকা গ্রæপ ও কালচারাল ইনস্টিটিউটের চেয়ারম্যান সাইদুর রহমান স্বজল। অন্যদের মধ্যে বক্তব্য দেন চিত্রনায়ক ফারুক, মহিউদ্দিন ফারুক, সুবীর নন্দী, মো. হোসেন জেমী, ইমন সাহা প্রমুখ। উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, দেবলীনা সুর, নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাবসহ আরও অনেক মিডিয়া ব্যক্তিত্ব। মিরপুর-আশুলিয়া বেড়িবাঁধ সংলগ্ন বিরুলিয়া ব্রিজের পূর্ব পাশে ২০ একর জমির উপর এই ইনস্টিটিউট গড়ে তোলা হয়েছে। চলচ্চিত্র ও টেলিভিশন বিভাগের প্রধান হিসেবে চলচ্চিত্র নির্মাতা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মোহাম্মদ হোসেন জেমী এবং সংগীত ও শব্দ বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ইমন সাহা ছাড়াও চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীত শিক্ষা প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষকবৃন্দ এই ইনস্টিটিউটের সাথে যুক্ত হয়েছেন। মোহাম্মদ হোসেন জেমী বলেন, প্রাথমিকভাবে চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীত বিভাগ নিয়ে ১ বছরের সার্টিফিকেট কোর্স শুরু হচ্ছে। পর্যায়ক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স চালু করা হবে। আশা করি, শিক্ষার্থীরা এখান থেকে চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীত বিষয়ক নানা প্রয়োজনীয় বিষয় শিখতে পারবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।