প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : প্রকাশ পেয়েছে হৃদয় খানের সুর-সংগীতে সোহেল মেহেদীর নতুন গানের অ্যালবাম ‘কথা দাও’। এটি প্রকাশ করেছে প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি। এ উপলক্ষে সম্প্রতি নগরীর সেভেনহিল রেস্তোরাঁয় আয়োজন করা হলো জমকালো প্রকাশনা উৎসবের। এ উৎসবে শিল্পী সোহেল মেহেদীকে শুভাশিষ জানাতে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট, কণ্ঠশিল্পী জানে আলম, আসিফ আকবর, পারভেজ, মুহিন, এমআইবি’র সভাপতি একেএম আরিফুর রহমানসহ আরও অনেকে। সঙ্গে উপস্থিত ছিলেন সিএমভি’র কর্ণধার এসকে সাহেদ আলী, শিল্পী সোহেল মেহেদী সহ অ্যালবাম সংশ্লিষ্টরা। টানা ৬ বছর পর এই বৈশাখী উৎসবে প্রকাশ পেলো প্রতিশ্রæতিশীল কণ্ঠশিল্পী সোহেল মেহেদীর নতুন একক ‘কথা দাও’। প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী বলেন, ‘অনেক অপেক্ষার পর এ অ্যালবামটি আজ প্রকাশ পেলো। আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন শেষে আসিফ আকবর সোহেল মেহেদীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সোহেল মেহেদী ভালো গায়। প্রসঙ্গত, রোমান্টিক ঘরানার এই অ্যালবামে গান থাকছে মোট ৯টি। এরমধ্যে শিরোনাম গানে সোহেল মেহেদীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন নির্ঝর। বেশিরভাগ গানের সুর-সংগীত করেছেন হৃদয় খান। গান লিখেছেন এসএ হক অলিক, রবিউল ইসলাম জীবন, টি আর রোমান্স এবং শ্রী প্রীতম। এরমধ্যে শ্রী প্রীতম দুটি এবং টি আর রোমান্স একটি গানের সুর করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।